বান্দা (উত্তর প্রদেশ), ৩১ জানুয়ারি (হি.স.): রোমহর্ষক ঘটনা প্রকাশ্যে এল উত্তর প্রদেশের বান্দা জেলায়| বান্দা শহরের উপকণ্ঠে ছোটে কে পূর্বা এলাকায়, বাড়ির ভিতরেই গলার নলি কেটে খুন করা হল একই পরিবারের চার জন সদস্যকে| চাঞ্চল্যকর এই ঘটনা সম্পর্কে অবহিত হওয়া মাত্রই বুধবার সকালে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়| একই পরিবারের চার জন সদস্যের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে| ডিআইজি জ্ঞানেশ্বর তিওয়ারি জানিয়েছেন, মৃতদের নাম হল-মহাবীর (৪৬), তাঁর স্ত্রী চুন্নি (৪৩) এবং দম্পতির দুই পুত্র সন্তান রাজকুমার এবং পবন কুমার| পুলিশ জানিয়েছে, ঘরের ভিতর থেকেই গলার নলি কাটা অবস্থায় একই পরিবারের চার জন সদস্যের দেহ উদ্ধার হয়েছে|
তবে, কপাল ভালো থাকায় বেঁচে গিয়েছে মহাবীরের ৬ বছরের কন্যা এবং এক পুত্র সন্তান| মঙ্গলবার রাতে প্রতিবেশীর বাড়িতে ঘুমোতে গিয়েছিল তাঁরা| কী কারণে নৃশংসভাবে খুন করা হল একই পরিবারের চার জন সদস্যকে, তা তদন্ত করে দেখছে পুলিশ| প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, পুরনো শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড|