নয়াদিল্লি, ৩১ জানুয়ারি (হি.স.): কুখ্যাত দুষ্কৃতি পুষ্পেন্দ্র সিংকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। কুখ্যাত এই দুষ্কৃতির বিরুদ্ধে একাধিক ডাকাতির অভিযোগ ছিল। সম্প্রতি এক পেট্রোল পাম্প মালিকের কাছ থেকে ডাকাতি করে ৩৯ লক্ষ টাকা লুঠ করার ঘটনায় পুষ্পেন্দ্র সিংয়ের যুক্ত ছিল বলে পুলিশ পক্ষ থেকে জানানো হয়। এছাড়াও তার বিরুদ্ধে আরও আটটি ডাকাতির মামলা চলছিল। পূর্ব দিল্লির বসুন্ধরা এনক্লেভ এলাকা থেকে এই দুষ্কৃতিকে গ্রেফতার করে দিল্লি পুলিশের স্পেশ্যাল সেলের আধিকারিকরা। পুষ্পেন্দ্র সিংকে যখন দিল্লি পুলিশের স্পেশ্যাল গ্রেফতার করতে যায় তখন পুলিশকে দেখে গুলি চালায় পুষ্পেন্দ্র। কিছুক্ষণ পুলিশের সঙ্গে ওই দুষ্কৃতির এনকাউন্টার চলে। পরে ইনস্পেক্টর শিব কুমার এবং মুকেশ কুমার সিং নেতৃত্বে দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পুষ্পেন্দ্র সিংয়ের কাছ থেকে একটি সেমি-অটোমেটিক ৭.৬৫ এমএম পিস্তল, চারটি কার্তুজ এবং একটি অ্যাপাচি মোটর বাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় কুখ্যাত ওই দুষ্কৃতির বিরুদ্ধে মামলা রজু করা হয়েছে। গোটা বিষয়টিকে বড় সাফল্য হিসেবে দেখছে পুলিশ।