নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি৷৷ পরিবর্তন বনাম প্রত্যাবর্তনের লড়াই জমে উঠেছে৷ নির্বাচনী প্রচারে ঝড় তুলেছে কংগ্রেস, বিজেপি এবং সিপিআইএম৷ ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীরা ‘চলো পাল্টাই’ স্লোগান তোলে বামফ্রন্ট বিরোধী আন্দোলনের ঝাঁচ বাড়াচ্ছেন৷ ৫ খয়েরপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী প্রাক্তন মন্ত্রী রতন চক্রবর্তীর মূল প্রতিপক্ষ বিধানসভার উপধ্যক্ষ পবিত্র কর৷ প্রার্থী তালিকায় নাম ঘোষণার সাথে সাথেই সোমবার বিশাল কর্মী সমর্থক নিয়ে চুতর্দশ দেবতা মন্দিরে পূজা দিয়ে প্রচার শুরু করে দিয়েছেন৷ তাঁর দাবি, বামফ্রন্টের অপশাসন, চিটফান্ড কেলেঙ্কারী, বেকার সমস্যার নিরসনে জনগণ ভোটে বিপ্লব করবেন৷ জয় নিয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন রতন চক্রবর্তী৷
খয়েপুর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী রাজ্যের প্রাক্তন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি সুখময় সাহা৷ ১৩-র নির্বাচনে কেন্দ্রটিতে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল কংগ্রেস ও বিজেপির৷ স্বচ্ছ এবং শিক্ষিত যুব প্রার্থী সুখময় সাহা জয় নিয়ে আশাবাদি প্রচারে বেড়িয়ে দারুণ সাড়া পেয়েছেন বলে জানিয়েছেন৷
১৩র প্রতাপগড় বিধানসভা কেন্দ্রে কংগ্রেস সাংগঠনিক দূর্বলতা কাটিয়ে প্রচারে তেজিভাব আনতে প্রচেষ্টা চালিয়েছেন৷ প্রার্থী অর্জুন দাস প্রচারে জোরকদমে করলেও ত্রিশঙ্কু লড়াই হচ্ছে৷ ক্রমবর্ধমান বিজেপির উত্থান ফ্যাক্টর হবেনা, আত্মবিশ্বাসী বলে প্রত্যয় ব্যক্ত করেছেন শ্রী দাস৷
১৪ বাধারঘাট কেন্দ্রটিতে বিজেপি র হেভিওয়েট প্রার্থী বর্তমান বিধায়ক দীলিপ সরকার ও রাজ্য সভার সাংসদ ঝর্ণা দাস বৈদ্যের মূল লড়াই হচ্ছে৷ জনপ্রতিনিধির একাগ্র কাজ ও স্বচ্ছ ইমেজ জয়ের পথ মসৃণ করবে বলে জানান শ্রী সরকার৷ ভোট প্রচারে সামিল হয়ে তিনি জনগনের সুখ দুঃখ জেনে নিচ্ছেন৷ তাঁর মতে, সরকার বদল হলে এলাকায় বেকার সমস্যা রাস্তাঘাট সহ বিকাশের জন্য কাজ করবেন৷
কংগ্রেসের এক সময়ের উর্বর জমি পুররুদ্ধারে মাঠে আকড়ে ধরে রাখতে চাইছে দলীয় নেতারা৷ কংগ্রেস মনোনীত প্রার্থী রতন দাস ভোট প্রচারে সামিল হয়ে মানুষের সঙ্গে পরিচিত হচ্ছে৷ বহু ঘরকুনে কংগ্রেস কর্মীদের মান ভাঙ্গিয়ে প্রচারে নিয়ে এসেছেন৷ ধর্মনিরপেক্ষ, জাতীয়তাবাদী ভাবাদর্শে মানুষ বিশ্বাস রেখে কংগ্রেস প্রার্থীকে জয়যুক্ত করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি৷
বহুচর্চিত কেন্দ্র ১৮ সূর্যমনিনগরে কংগ্রেস দলীয় কর্মীদের গ্রহণযোগ্যতার নীরিখে প্রার্থী বাছাই নিয়ে ব্যতিব্যস্ত৷ বিজেপি প্রদেশ সহ সভাপতি রাম প্রসাদ পালকে প্রার্থী করে চমক দিয়ে দিয়েছেন৷ নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন রাম পাল৷ তাঁর দাবি, সূর্যমণিনগরবাসী পরিবর্তনের লড়াইয়ে রায়দান করবেন পদ্ম শিবিরে ভোটদান করে৷
2018-01-30