নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারি৷৷ সম্পত্তি বিবাদ ঘিড়ে বৌদির হাতে জখম দেবর৷ আহত দেবর অরূপ চক্রবর্তী জিবি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন৷ ঘটনাটি ঘটেছে, শনিবার গভীররাতে এডি নগর থানাধীন বাধারঘাট কেশব সংঘ এলাকায়৷
জানা গিয়েছে, মৃত রতন চক্রবর্তীর সম্পত্তি বিক্রির ভাগ বাটোয়ারা নিয়ে বচসা শুরু হয়৷ অভিযোগ, রুমা চক্রবর্তী বাপের বাড়ির লোক নিয়ে মেঝ দেবর অরূপ চক্রবর্তী ও তার স্ত্রী রেখা চক্রবর্তীকে বেধড়ক মারধর করেছে৷ খবর পেয়ে স্থানীয়ারা ছুটে গিয়ে উদ্ধার করে হাসপাতানে নিয়ে গিয়েছেন আহতদের৷ আহতদের অভিযোগ এডি নগর থানায় মামলা করতে গেলেও পুলিশ মামলা নেয়নি৷