BRAKING NEWS

আইপিএফটিতে বিদ্রোহ মহিলা সংগঠনের, কুড়িটি আসনে প্রার্থী তালিকা ঘোষণা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারী৷৷ আইপিএফটি থেকে আলাদা হয়ে গেল তাদের মহিলা সংগঠন আইডব্লিওএফটি৷ আসন্ন বিধানসভা নির্বাচনে আইপিএফটি কোন মহিলা প্রার্থী না দেওয়ায় প্রতিবাদে আলাদা হলেন সংগঠনের নেত্রিরা৷ সাথে সাথেই তারা কুড়িটি আসনে প্রার্থী তালিকাও ঘোষণা দিয়েছে৷

রবিবার সাংবাদিক সম্মেলনে আইডব্লুএফটি’র সভাপতি সিন্ধু কন্যা দেববর্মা জানান, যখন আইপিএফটি ৫৬টি আসনে এককভাবে লড়বে বলে সিন্ধান্ত নিয়েছিল তখন ৫ জন মহিলাকে প্রার্থী তালিকায় স্থান দেওয়া হয়েছিল৷ পরবর্তী সময়ে বিজেপি’র সাথে আইপিএফটি’র জোট হলে ৯টি আসনের একটিতেও মহিলা প্রার্থী দেওয়া হয়নি৷ সংগঠনের সম্পাদিকা স্বপ্ণা দেববর্মা জানান, অন্তত ১টি আসনে মহিলা প্রার্থী দেওয়ার জন্য আইপিএফটি’র সভাপতি এনসি দেববর্মার কাছে বহুবার আবেদন জানানো হয়েছে৷ কিন্তু, তিনি সেই আবেদন পত্রপাঠ খারিজ করে দিয়েছেন৷ তাই, আইডব্লিওএফটি এখন আইপিএফটি থেকে আলাদা হয়ে যাওয়া উচিৎ বলে মনে হয়েছে, জানান তিনি৷ তাঁর কথায়, নারীদের অধিকার রক্ষায় সুর চড়ালেও আইপিএফটি আসন্ন নির্বাচনে মহিলাদের কোন অধিকার দেয়নি৷ তাই, আসন্ন নির্বাচনে পৃথকভাবে ২০টি আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে সংগঠন৷ তিনি জানান, সিমনা, মান্দাই, গোলাঘাটি, রামচন্দ্রঘাট, আশারামবাড়ি, কৃষ্ণপুর, অম্পিনগর, করবুক, রাইমাভ্যালি, আমবাসা, করমছড়া, কাঞ্চনপুর, টাকারজলা, চড়িলাম, ছামনু, সাব্রুম মনু, জুলাইবাড়ি, শান্তিরবাজার, বাগমা এবং পেচারথল কেন্দ্রে সংগঠনের সদস্যরা প্রতিদ্বন্দ্বিতা করবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *