নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারি৷৷ বৃহস্পতিবার ভারতীয় জনতা মহিলা মোর্চার উদ্যোগে সিপিআই(এম) এর সর্বভারতীয় নেতৃত্ব সুভাষিনী আলির কুশপুত্তুলিকা দাহ করা হয় এবং বিক্ষোভ করা হয়৷ সুভাষিনী আলি ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য প্রকাশ করেছেন৷ আজ পর্যন্ত সিপিআই(এম) এর ক্যাডারবাহিনী কুৎসা প্রচার ও অপকাজে লিপ্ত বলে জানান, কিন্তু এখন দেখা যাচ্ছে যে, সিপিআই(এম) এর শীর্ষস্থানীয় নেতৃত্বরাও সভ্যতা ভুলে যাচ্ছেন৷ আজ তারই প্রতিবাদ জানানো হয় এবং মহিলা মোর্চার এই কর্মযজ্ঞে রাজ্য সভানেত্রী পাপিয়া দত্ত, সাধারণ সম্পাদিকা ডালিয়া সিংহ ও রত্না সিনহা সহ সদর জেলার সভানেত্রী দীপু রায় চৌধুরী ও গ্রামীন জেলার সাধারণ সম্পাদিকা পিঙ্কি ঘোষ সহ সকল স্তরের সদস্যরা উপস্থিত ছিলেন৷
অন্যদিকে বামফ্রন্টের ক্যাডার বাহিনীর তান্ডবে মহিলারা এমেিতই অসুরক্ষিত৷ এখন ত্রিপুরা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়া মাত্র সিপিআই(এম) এর ক্যাডার বাহিনী বিজেপি সমর্থক মহিলাদের বাড়িতে গিয়ে জোরপূর্বক বামফ্রন্টের দলে আনার অপচেষ্টা চালাচ্ছেন৷ ৯ বনমালীপুর বিধানসভা কেন্দ্রের ২৫ নং বুথের সভানেত্রী জয়া শীলের বাড়িতে ঢুকে সিপিআই(এম০ এর ক্যাডার বাহিনী তাকে জোরপূর্বক মাথায় লাল টুপি পড়িয়ে ও হাতে লাল পতাকা ধরিয়ে দিয়ে ছবি তুলে অপপ্রচার করেছে যে, জয়া শীল সিপিআই(এম) দলে যোগ দিয়েছেন৷ ভারতীয় জনতা মহিলা মোর্চা এই ধরণের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে৷