নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জানুয়ারি৷৷ আসন বন্টন নিয়ে জটিলতার অবসান হয়নি৷ তাই, আইপিএফটির সাথে জোট ঘোষণা দিতে পারেনি বিজেপি৷ পাশাপাশি, আইএনপিটি এবং এনসিটিকে নিয়েও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি গেরুয়া শিবির৷ কারণ, তাদের সাথেও আসন বন্টনে মতানৈক্য দেখা দিয়েছে৷ ফলে, দুয়েক দিনের মধ্যে জোট নিয়ে ঘোষণা দেবে বিজেপি৷
রবিবার সন্ধ্যায় জোট জটিলতা নিরসনে রাজ্যে আসেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব এবং ত্রিপুরার নির্বাচন প্রভারী ড হিমন্তবিশ্ব শর্মা৷ আইপিএফটি, আইএনপিটি এবং এনসিটির সাথে এদিন গভীর রাত পর্যন্ত বৈঠক করেছে বিজেপি৷ কিন্তু, চূড়ান্ত কোন সিদ্ধান্তে যেতে পারেনি কোন দলই৷ সূত্রের খবর, আসন বন্টন নিয়ে মূল সমস্যা দেখাদিয়েছে৷ দাবি অনুযায়ী জোট প্রত্যাশিদের আসন দিতে চাইছেনা বিজেপি৷ ফলে, জোটের ঘোষণা দেওয়াও সম্ভব হচ্ছেনা৷ সমস্ত কিছু ম্যানেজ করতে ড হিমন্তবিশ্ব শর্মা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন৷ সূত্রের খবর, জোট প্রত্যাশিদের সাথে রফা না হওয়া পর্যন্ত প্রার্থী তালিকাও চূড়ান্ত করতে পারছেনা বিজেপি৷ ফলে, জোট জটিলতা আখেরে বিজেপির নির্বাচনী প্রস্তুতিতে প্রভাব ফেলছে মনে করছেন প্রদেশ নেতৃবৃন্দ৷
বিজেপি সূত্রে খবর, সোমবারের মধ্যেই সমস্তকিছু চূড়ান্ত করা হবে৷ সূত্রের দাবি, আইপিএফটি দশটি, আইএনপিটি ছয়টি এবং এনসিটি তিনটি আসন দাবি করেছে৷ কিন্তু, তাদের এই দাবি মানতে চাইছেনা বিজেপির প্রদেশ নেতৃবৃন্দ৷ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দও প্রদেশ নেতৃত্বের সাথে একমত৷ তাই, জোট প্রত্যাশিদের সন্তুষ্ট করে চূড়ান্ত সিদ্ধান্ত কি হবে সেই অপেক্ষায় রয়েছে রাজনৈতিক মহল৷
2018-01-22