নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জানুয়ারি৷৷ প্রতিদিন রঙ পাল্টানো রাজনীতির অন্যতম প্রধান চরিত্র৷ তাই, টানা দুইদিন কংগ্রেসের সাথে নির্বাচনী আতাঁত নিয়ে বৈঠক করেও আইএনপিটি ও এনসিটি পাঁচদলীয় জোটে নিজেদের সামিল করছেনা বলে সূত্রের খবর৷ ফলে, তাদেরকে বাদ দিয়েই নির্বাচনী রণকৌশল নির্ধারণে কংগ্রেস সাধারণ সম্পাদক ভূপেন বোরা ও ইমু সিং শনিবার গভীর রাত পর্যন্ত কংগ্রেস পরিষদীয় দলনেতার সাথে বৈঠক করেছেন৷ সূত্রের দাবি, এদিন সকালে আইএনপিটির সাথে বিজেপির বৈঠক হয়েছে৷
শনিবার সাংবাদিক সম্মেলনে বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব এক প্রশ্ণের উত্তরে জানিয়েছেন, কেন্দ্রীয় নেতৃত্ব আইএনপিটি এবং এনসিটির সাথে জোটের বিষয়টি চূড়ান্ত করবেন৷ সূত্রের বক্তব্য, নির্বাচনী আতাঁত নিয়ে আইএনপিটি এবং এনসিটি বিজেপি ও কংগ্রেসের সাথে দর কষাকষি সমানভাবে চালিয়েছে৷ কংগ্রেস সূত্রে খবর, শুক্রবার পর্যন্ত পাঁচ দলীয় জোট গঠন একপ্রকার চূড়ান্ত হলেও রাতারাতি পাল্টি খেয়েছে আইএনপিটি ও এনসিটি৷ ফলে, কংগ্রেসও নতুনভাবে নির্বাচনী রণকৌশল তৈরি করছে৷
সূত্রে অনুসারে জানা গেছে, আইএনপিটি ও এনসিটিকে বাদ দিয়ে রবিবার বৈঠকে আসন বন্টন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কংগ্রেস৷ পাশাপাশি প্রার্থী তালিকাও চূড়ান্ত করবে প্রদেশ কংগ্রেস৷ এই তালিকা কংগ্রেস হাইকমান্ডের কাছে পাঠানো হবে৷ এর অনুমোদন মিললেই সম্ভবত আগামী ২৩ জানুয়ারী কংগ্রেস প্রার্থী তালিকা ঘোষণা দিতে পারে৷ কংগ্রেস সূত্রের বক্তব্য, দলের রাজ্য স্তরের শীর্ষ নেতৃবৃন্দ প্রার্থী তালিকা প্রকাশ নিয়ে আশাবাদি হলেও মনোনয়ন পত্র জমা দেওয়া শুরু হওয়ার পর তা ঘোষণা দেবে কংগ্রেস৷ কারণ, জোট গঠন নিয়েই মহা ফ্যাসাদে পড়েছেন প্রদেশ কংগ্রেস নেতৃবৃন্দ৷