নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারি৷৷ বিধানসভা নির্বাচন ঘোষণার সঙ্গে সঙ্গে সারা রাজ্যে এক যোগে প্রতিটি বুথে বিজয় প্রতিজ্ঞা গ্রহণ করেছে বিজেপির সকল স্তরের নেতা কর্মীরা৷ এদিকে, সারা রাজ্যে মিছিল করেছে সিপিএম৷
এদিন বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব জানিয়েছেন, নির্বাচনের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত বিজেপি৷ এখন শুধু সময়ের অপেক্ষা সিপিআইএম এর অপশাসন অবসানের৷ পূর্ব ঘোষণা মোতাবেক নির্বাচন ঘোষণার মুহূর্ত থেকে বিজেপি সাড়া রাজ্যে বিজয় প্রতিজ্ঞা দিবস পালন করেছ৷ সাড়া রাজ্যে প্রত্যেকটি বুথে কর্মীরা একযোগে সিপিআইএমের অপশাসনের অবসানে বিজয় প্রতিজ্ঞা গ্রহণ করেছে৷ নির্বাচনে জয়ের পরেই এখন বিশ্রাম নেবেন কর্মীরা৷
অন্যদিকে সিপিআইএম নির্বাচন ঘোষণার পর সারা রাজ্যে মিছিল করেছে৷ সিপিএমের বক্তব্য, রাষ্ট্রপতি শাসন জারীর বিজেপির চেষ্টা ব্যর্থ হয়েছে৷ এটা বামেদের প্রাথমিক জয়৷ আবারও রাজ্যে ক্ষমতা দখল বামেরাই, দাবি সিপিএমের৷
এদিকে, বিজয় প্রতিজ্ঞা দিবস এবং র্যালীকে ঘিরে ধর্মনগরে বিজেপি এবং সিপিএমের মধ্যে সংঘর্ষ হয়েছে৷ তাতে দু’জন গুরুতরভাবে আহত হয়েছেন বলে জানা গেছে৷ বিলোনীয়াতেও দুই দলের মধ্যে সংঘর্ষ হয়েছে৷ তাতে মোট পাঁচজন আহত হয়েছেন বলে খবর৷