নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারী৷৷ বিজেপি একটি পুস্তিকার মাধ্যমে বুধবার ত্রিপুরার বামফ্রন্ট সরকার এবং মুখ্যমন্ত্রী মানিক সরকারের প্রকৃত রূপ তুলে ধরেছে৷ পুস্তিকাটির আনুষ্ঠানিক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার নির্বাচনী প্রভারী তথা অসমের অর্থমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা৷
প্রকাশিত এই পুস্তিকাটি মানিক সরকারের স্বচ্ছতা নিয়ে সাড়া দেশে যে প্রচার রয়েছে তা খণ্ডন করে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে৷ বইয়ে মানিক সরকার তথ কথিত বিলাসবহুল জীবন-যাপন এবং তাঁর সম্পর্কে উত্থাপিত বিভিন্ন অভিযোগ ও তার স্বচ্ছতা নিয়ে মিথ্যা প্রচারগুলির প্রকৃত চিত্র তুলে ধরা হয়েছে৷ বইটি মূলত মারাঠি ভাষায় রচিত৷ মূল বইয়ের লেখক দীনেশ কাঞ্জি৷ মূল বইটির নাম ‘ত্রিপুরার তিল অরাজকাচা লাল চেহারা’৷ এর বাংলা সংস্করণের নাম দেওয়া হয়েছে ‘মানিক রাজার দেশে’৷ বইটির উন্মোচনের আগে বিজেপির রাজ্য প্রভারী সুনীল দেওধর বলেন, জরুরি অবস্থার সময় ইন্দিরা গান্ধীকে নিয়ে সত্যজিৎ রায় এক ব্যঙ্গ চলচ্চিত্র নির্মাণ করেছিলেন, তার নাম হীরক রাজার দেশে৷ তখন হয়তো তিনি জানতেন না, ত্রিপুরায়ও এর যথার্থ প্রয়োগ হবে৷ সে অনুযায়ী ত্রিপুরায় যা চলছে তা নিয়ে মানিক রাজার দেশে বইটি প্রকাশিত হয়েছে৷