জম্মু, ১৭ জানুয়ারি (হি.স.): জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানি সেনাবাহিনীর সংঘর্ষবিরতি লঙ্ঘন অব্যাহত| মঙ্গলবার রাত থেকে পুঞ্চ জেলার চাকান দা বাঘ এলাকায় নিয়ন্ত্রণ রেখা বরাবর অবস্থিত ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গোলাগুলি বর্ষণ শুরু করে পাকিস্তানি বাহিনী| গুলিবিনিময় চলে মধ্যরাত পর্যন্ত| শত্রুপক্ষকে যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী| পাকিস্তানের গুলিতে জখম হয়েছেন ভারতীয় সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন| প্রসঙ্গত, ভারতীয় সেনাবাহিনীর প্রত্যাঘাতে পাক সেনার মেজর সহ ৭ সৈনিকের মৃত্যু হওয়ার একদিন পরই ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তানি সেনাবাহিনী| এদিকে, পাকিস্তানি সেনাবাহিনীর লাগাতার সংঘর্ষবিরতি লঙ্ঘনের জেরে ক্রমশই হ্রাস পাচ্ছে নিয়ন্ত্রণ রেখা বরাবর (এলওসি) ক্রস-সীমান্ত ব্যবসা বাণিজ্য|
সেনাবাহিনীর পদস্থ এক কর্তা জানিয়েছেন, মঙ্গলবার রাত থেকে পুঞ্চের চাকান দা বাঘ এলাকায় নিয়ন্ত্রণ রেখা বরাবর অবস্থিত ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গোলাগুলি চালায় পাকিস্তানি বাহিনী| গুলিবিনিময় চলে মধ্যরাত পর্যন্ত| পাল্টা জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী| পাকিস্তানের গুলিতে জখম হয়েছেন ভারতীয় সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন| গুলিতে জখম সেনাবাহিনীর ক্যাপ্টেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে|
পাকিস্তানের লাগাতার সংঘর্ষবিরতি লঙ্ঘন প্রসঙ্গে গত ১৫ জানুয়ারি, সোমবার উদ্বেগ প্রকাশ করেছিলেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত| ৭০ তম সেনা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত বলেছিলেন, ‘বারবার সংঘর্ষবিরতি লঙ্ঘন করছে পাকিস্তান, আমরা যোগ্য জবাব ফিরিয়ে দিচ্ছি| আমাদের যদি বাধ্য করা হয়, তবে আমরা শত্রুদের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ নিতে বাধ্য হব|’
পাকিস্তানি সেনাবাহিনীর লাগাতার সংঘর্ষবিরতি লঙ্ঘনের জেরে ক্রমশই হ্রাস পাচ্ছে নিয়ন্ত্রণ রেখা বরাবর (এলওসি) ক্রস-সীমান্ত ব্যবসা বাণিজ্য| নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানিয়েছেন, ‘সংঘর্ষবিরতি লঙ্ঘন এবং গোলাবর্ষণের জেরে মঙ্গলবার এবং বুধবার পরপর দু’দিন গেট খোলা হয়নি| এর ফলে ব্যাবসা বাণিজ্যের ক্ষেত্রে বিঘ্ন হচ্ছে| ট্রাকের মধ্যে থাকা পণ্যসামগ্রী নষ্ট হয়ে যাচ্ছে| ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে আমাদের|’ এ প্রসঙ্গে ক্রস এলওসি বাণিজ্য এব ভ্রমণ নোডাল অফিসার তারিক আহমেদ জারগার জানিয়েছেন, ‘নিরাপত্তা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ| এ জন্য সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে বাণিজ্য| আশা করছি বৃহস্পতিবার থেকে পুনরায় শুরু হবে ব্যবসা বাণিজ্য|’