নয়াদিল্লি, ১৬ জানুয়ারি (হি.স.): প্রস্তাব আগেই দেওয়া হয়েছিল, এবার সরকারিভাবেও তা জানিয়ে দেওয়া হল| হজ যাত্রার উপর থেকে ভর্তুকি তুলে নিল কেন্দ্রীয় সরকার| মঙ্গলবার কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুক্তার আব্বাস নকভি জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের তরফে হজ যাত্রা ভর্তুকি প্রত্যাহারের খবর সত্য| ২০১৮ সাল থেকে হজ যাত্রীরা আর সরকারি ভর্তুকি পাবেন না| সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুক্তার আব্বাস নকভি জানিয়েছেন, ‘হজ যাত্রার খরচ কমলে যা টাকা সরকারের হাতে বাঁচবে, তা মুসলিম সম্প্রদায়ের নারী ও শিশু শিক্ষায় খরচ করা হবে|’ উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের পর ২০১৮ সাল থেকে আর ভর্তুকি মিলবে না ১ লক্ষ ৭৫ হাজার হজ যাত্রীর| প্রতিবছর ১ লক্ষ ৭৫ হাজার হজ যাত্রীর জন্য ৭০০ কোটি টাকা ভর্তুকি দিত কেন্দ্রীয় সরকার|
মন্ত্রক সূত্রের খবর, ২০২২ সালের মধ্যে হজ যাত্রায় ভর্তুকি তুলে দিতে কেন্দ্রকে ২০১২ সালে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ| সর্বোচ্চ আদালত জানিয়েছিল, ২০২২ সালের মধ্যে ধীরে ধীরে এই ভর্তুকি লোপ করতে হবে| সেই নির্দেশ মেনেই নয়া হজ খসড়া নীতি তৈরি করা হয়েছিল| প্রাক্তন কেন্দ্রীয় সচিব আমানুল্লার নেতৃত্বে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছিল| সেই কমিটিই নয়া খসড়া নীতি জমা দেয় কেন্দ্রীয় মন্ত্রককে| তার ভিত্তিতেই হজ যাত্রা নীতিতে বেশ কিছু পরিবর্তন আনল কেন্দ্রীয় সরকার| প্রতি বছর প্রায় ৭০০ কোটি টাকা হজ যাত্রীদের ভর্তুকি হিসেবে দিত কেন্দ্রীয় সরকার| তা না করে ওই টাকা সংখ্যালঘুদের শিক্ষা ও কল্যাণমূলক কাজে ব্যয় করার কথা জানিয়েছে সরকার|