বুনিয়াদী শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন মাদ্রাসা টিচার্সদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জানুয়ারি৷৷ পাঁচ দফা দাবীতে আন্দোলনমুখী মাদ্রাসা টিচার্স এসোসিয়েশন৷ সোমবার এসোসিয়েশনের একটি প্রতিনিধি দল বুনিয়াদী শিক্ষা অধিকর্তার সঙ্গে ডেপুটেশন মিলিত হয়েছেন৷ মাদ্রাসা শিক্ষকদের পে এন্ড পেনশন কমিটির রিপোর্ট অনুযায়ী ২২৫ প্রদান করা, ১০০ শতাংশ সরকারী খরচায় শিক্ষকদের বি এড প্রদান সহ পাঁচ দফা দাবী সনদ তোলে দিয়েছেন শিক্ষা অধিকর্তার হাতে এসোসিয়েশনের কর্মকর্তারা৷

ভোটের মুখে মাদ্রাসা শিক্ষকরা দাবী আদায় করতে মাঠে নামলেন৷ তাঁদের অভিযোগ, সরকার প্রতিশ্রুতি অনুযায়ী মাদ্রাসা শিক্ষকদের দাবী পূরণ সদর্থক সাড়া দিচ্ছেন৷ ১২৯ টি মাদ্রাসাকে গ্রেন্ট ইন এইডের আওতায় নিয়ে আসার সঙ্গে সঙ্গে শিক্ষকদের চাকরীর সময়সীমা ৬৫ করারও দাবী জানিয়েছেন৷ বিদ্যালয় বুনিয়াদী শিক্ষা অধিকর্তার কাছে মাদ্রাসা টিচার্স এসোসিয়েশন৷ দাবীর যৌক্তিকতা বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গোচরে নিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন অধিকর্তা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *