জয়পুর, ১৪ জানুয়ারি (হি.স.): গাড়ির চাকা ফেটে গিয়ে উল্টে যাওয়ায় তিন মহিলাসহ মৃত পাঁচ। মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানের ভারতপুর জেলায়। পুলিশ সূত্রে দাবি, ভারতপুর থেকে কারাউলির হিন্দউয়ানে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। গাড়িটি খুব দ্রুত গতিতে আসছিল সেই সময় চাকা ফেটে গিয়ে গাড়িটি উল্টে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থালে আসে বিশাল পুলিশবাহিনী। আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে ৫ জনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। আহত বাকি পাঁচ জনের চিকিৎসা চলছে। আহতদের দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ সূত্রে মৃতদের পরিচয় জানা গিয়েছে। মৃতরা হলেন ববিতা যাটব (২৮), নারগেশ যাব (২৫), জুলি যাটব(২৫), মনজিত যাটব (৩০), রামপাল যাটব (৬০)। মৃতেরা একই পরিবারের বলে পুলিশ সূত্রে দাবি করা হয়।
মৃতদেহগুলিকে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়। চাকা ফেটে যাওয়ার জন্য দুর্ঘটনা দাবি প্রাথমিক তদন্তে পুলিশ করলেও গোটা বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছে পুলিশ। মৃতদের আত্মীয়দের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। এই দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।