লখনউ, ১৩ জানুয়ারি (হি.স.): উত্তরপ্রদেশে পদ্বাবত মুক্তির বিষয়ে সম্মতি জানাল রাজ্য সরকার। ফলে উত্তরপ্রদেশে সিনেমাটি মুক্তি নিয়ে আর কোনও জটিলতা রইল না। তাই গোটা ভারতের সঙ্গে আগামী ২৫ জানুয়ারি উত্তরপ্রদেশে মুক্তি পেতে চলেছে পদ্মাবত।
উল্লেখ্য গত বছরের পয়লা ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল পদ্মবতের, কিন্তু সঞ্জয়লীলা বনশলি পরিচালিত এই সিনেমাটি নিয়ে তৈরি হয় জটিলতা। কর্নিসেনার মতো একাধিক রাজপুত সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয় যে সিনেমাটিতে রানি পদ্মাবতীর চরিত্রকে বিকৃত ভাবে দেখানো হয়েছে। তাই গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহারের পাশাপাশি উত্তরপ্রদেশ সকরারও সিনেমাটি রাজ্যে প্রদর্শন বন্ধের জন্য কেন্দ্রে কাছে আর্জি জানায়। পরে সেন্সর বোর্ড সিনেমাটি একটি বিশেষজ্ঞ কমিটিকে দেখায়। তাদের সুপারিশ অনুযায়ী সিনেমার নির্মাতাদের সিনেমাটি থেকে কিছু দৃশ্য বাদ দেওয়ার পাশাপাশি সিনেমাটির নাম বদলে পদ্মবত রাখার জন্য বলে সেন্সর বোর্ডের কর্তারা। সেন্সর বোর্ডের এই শর্তগুলি মেনে নেয় সিনেমার নির্মাতারা। তার ফলে সিনেমাটি মুক্তি নিয়ে যে জটিলতার সৃষ্টি হয়েছিল তা কেটে গিয়েছে।