রাজকোট, ১৩ জানুয়ারি (হি.স.): গুজরাটের রাজকোট জেলার প্রাণসলা গ্রামে ‘রাষ্ট্র কথা শিবির’-এ বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল তিন জন ছাত্রীর| অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন| শুক্রবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে গুজরাটের রাজধানী গান্ধীনগর থেকে প্রায় ৩৬০ কিলোমিটার দূরে রাজকোট জেলার প্রাণসলা গ্রামে| পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, স্বামী ধর্মাবন্ধুর উদ্যোগে প্রাণসলা গ্রামে ‘রাষ্ট্র কথা শিবির’-এর আয়োজন করা হয়েছিল| জাতীয় ঐক্য, সংহতি, ধর্মীয় সম্প্রীতি ও মার্শাল আর্টসের মতো নানা বিষয়ে এখানে শিশুদের শেখানো হয়| শুক্রবার রাতে স্বামী ধর্মাগুরুর বক্তৃতা ও বাণী শোনার জন্য ছাত্র-ছাত্রীদের পাশাপাশি উপস্থিত ছিলেন বহু প্রবাসী ভারতীয়রা|
আচমকাই আগুনের সূত্রপাত| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে আসে দমকলের বেশ কয়েকটি বেশ ইঞ্জিন ও বিশাল পুলিশ বাহিনী| পুলিশ ও দমকল কর্মীদের তত্পরতায় নিরাপদে উদ্ধার করা সম্ভব হয় কমপক্ষে ৫০০ জনকে| তবে, অকালেই মৃত্যু হয়েছে তিন জন ছাত্রীর| এছাড়াও আহত হয়েছেন অন্তত ১৫ জন| আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে|
কী কারণে আগুন লেগেছে তা এখনও পর্যন্ত জানা যায়নি| দমকল কর্মীদের বহুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে| আপাতত পরিস্থিতি শান্ত হয়েছে| পরে ঘটনাস্থলে যান জেলা কালেক্টর এবং পুলিশ সুপার| আগুন কীভাবে লাগল তা জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে|