নয়াদিল্লি, ১৩ জানুয়ারি (হি.স.) : সুপ্রিমকোর্টের চার বিচারপতির সাংবাদিক সম্মেলন করে আদালতের অন্দরের কাজকর্মের সমালোচনা তথা প্রধান বিচারপতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করার ঘটনাটি ভালভাবে নেয়নি সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন। শনিবার বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বিকাশ সিং বলেন, “ওই চার বিচারপতির সাংবাদিক বৈঠক পরিকল্পনাহীন। তাঁরা প্রেসের কাছে গেলেও কারও বিরুদ্ধে নির্দিষ্ট কোনও অভিযোগ করেননি। তাঁদের বক্তব্য সাধারণ মানুষের মধ্যে শুধু নানা সন্দেহের জন্ম দিয়েছে। এতে বিচারব্যবস্থার কোনও উদ্দেশ্য পূরণ হয়নি। শনিবার বার অ্যাসোসিয়েশন বিষয়টি নিয়ে বৈঠকে বসেন তারা ডেকেছে। তবে সমস্যার দ্রুত সমাধান হবে আশা করে এদিন সকালে অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল সাংবাদিকদের বলেন, “আশা করছি সবকিছুই ভালোয় ভালোয় মিটে যাবে।”
উল্লেখ্য, শুক্রবার সুপ্রিম কোর্টের চার বরিষ্ঠ বিচারপতি জে চেলামেশ্বর, রঞ্জন গোগোই, মদন লুকুর ও কুরিয়েন জোসেফ সাংবাদিক বৈঠক করে সুপ্রিম কোর্টের অন্দরে কাজকর্ম ঠিকঠাক চলছে না। অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মামলাগুলির বিচারভার পছন্দের বিচারপতিদের দেওয়া হচ্ছে। সংবেদনশীল মামলাগুলির বিচারের দায়িত্ব দেওয়া হচ্ছে জুনিয়র বিচারপতিদের বলে অভিযোগ তোলেন। চার বিচারপতির অভিযোগের মূল লক্ষ্য ছিল দেশের প্রধান বিচারপতি দীপক মিশ্রের বিরুদ্ধে। চার বিচারপতি বলেন, “আমরা সমস্যাগুলি নিয়ে প্রধান বিচারপতিকে একাধিকবার জানিয়েছি। কিন্তু কোনও কাজ হয়নি।” অ্যাটর্নি জেনারেল নিজেও চার বিচারপতির সাংবাদিক বৈঠক নিয়ে গতকাল অসন্তোষ প্রকাশ করেছিলেন। তিনি সাংবাদিকদের বলেছিলেন, “এমনটা না হওয়াই বাঞ্ছনীয় ছিল।” তবে সমস্যা দ্রুত মিটে যাবে বলে আজ তিনি আশা প্রকাশ করেন।