নয়াদিল্লি, ১২ জানুয়ারি (হি.স.) : বিশ্বের নেতাদের মধ্যে প্রথম তিনজনের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সম্প্রতি একটি আন্তর্জাতিক সমীক্ষায় এমনই একটি তথ্য উঠে এসেছে ৷
প্রসঙ্গত কয়েকদিন বাদেই সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের বৈঠকে যোগ দিতে যাবেন মোদী। তার আগে বিশ্বনেতাদের গ্যালপ ইন্টারন্যাশনালের বার্ষিক সমীক্ষা প্রকাশ হল৷ সেই তালিকায় তৃতীয় স্থানে দেখা গিয়েছে প্রধানমন্ত্রীর নাম। ৫০ টি দেশের উপর সমীক্ষা চালানো হয়। ওই সমীক্ষায় যাঁরা মতামত প্রকাশ করেছেন তাঁরা ভারতের প্রধানমন্ত্রীকে চিনের প্রেসিডেন্ট জি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরেসা এবং ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মতো নেতাদের থেকে এগিয়ে রেখেছেন। তবে সমীক্ষায় মোদীর থেকে এগিয়ে রয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল এবং ফরাসি প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাকরন। তালিকায় এরাই হলেন যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে ৷