লখনউ, ১১ জানুয়ারি (হি.স.): পদ্মফুল ছেড়ে সাইকেলে যাত্রা শুরু করলেন বিজেপির দুই প্রাক্তন বিধায়ক শম্ভু চৌধুরী এবং নন্দ কিশোর মিশ্র| উত্তর প্রদেশে ভারতীয় জনতা পার্টিকে বড়সড় ধাক্কা দিয়ে সমাজবাদী পার্টিতে যোগ দিলেন প্রাক্তন বিজেপি বিধায়ক শম্ভু চৌধুরী এবং নন্দ কিশোর মিশ্র| বৃহস্পতিবার সমাজবাদী পার্টির সদর দফতরে সপা সভাপতি তথা উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের উপস্থিতিতে সমাজবাদী পার্টিতে যোগ দিলেন প্রাক্তন বিজেপি বিধায়ক শম্ভু চৌধুরী এবং নন্দ কিশোর মিশ্র| শম্ভু চৌধুরী এবং নন্দ কিশোর মিশ্র ছাড়াও এদিন সপা-তে যোগ দিয়েছেন বহুজন সমাজ পার্টির প্রাক্তন বিধায়ক তাহির হুসেন সিদ্দিকী, পাঁচ বারের বিধায়ক এবং মন্ত্রী শ্যাম লাল রাওয়াত এবং প্রাক্তন বিধায়ক মহেশ বাল্মীকি সহ অন্যান্যরা| এদিন সপা-তে যোগ দিয়েছেন বেশ কয়েকজন প্রাক্তন সাংসদ এবং বিধায়কও|
সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বলেছেন, ‘নেতাদের পাশাপাশি এদিন সপাতে যোগ দিয়েছেন ড. আশুতোষ, ড. এন কিশোর চৌধুরী, ড. সীমা সিং এবং বেশ কয়েকজন অধ্যাপক|’ অখিলেশের কথায়, ‘সংগঠনকে আরও মজবুত করছে সমাজবাদী পার্টি| সপা-তে যদি কেউ যোগ দিতে চান, তাঁর জন্য দরজা খোলা রয়েছে|’