মুম্বই, ১১ জানুয়ারি (হি.স.) : কালাকানডি সিনেমায় সেফ আলি খানের অভিনয়ের প্রশংসা করলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্টি আমির খান। এই বিষয়ে আমির খান জানিয়েছেন কালাকানডি সিনেমায় অনবদ্য অভিনয় করেছেন সেফ আলি খান। সিনেমটি বেশ মজার। দিল্লি বেলির চিত্রনাট্য পড়ার পরে অনেকদিন পরে এতটা হাসলাম। সিনেমাটি পরিচালনা করেছেন আকশত বর্মা। এই পরিচালকই দিল্লি বেলি সিনেমাটির চিত্রনাট্য লিখেছিলেন। নিজের প্রথম পরিচালিত ছবিতে প্রতিভার পরিচয় রেখেছেন আকশত।
উল্লেখ্য অনেকদিন হিটের মুখ দেখেননি সেফ আলি খান। এই সিনেমা দিয়েই আর একবার কাম ব্যাক করতে চলেছেন তিনি। সেফ ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন দীপক দেব্রিয়াল, বিজয় রাজ, কুনাল রয় কাপুর, শোভিতা ধুলিপালা। মুম্বইয়ের একটি বৃষ্টি ভেজা রাতের উপর ভিত্তি করে সিনেমার গল্প এগিয়েছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ট্যুইটারে সিনেমার সব কলাকুশলীকে শুভেচ্ছা জানিয়েছেন আমির।