নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জানুয়ারী৷৷ শীতে জবুথবু হয়ে পড়েছে গোটা ত্রিপুরা৷ পারদের অধোগতি আগামী আরও কয়েকদিনে বহাল থাকবে শীতের প্রকোপ৷ আরও বাড়ার সম্ভাবনা ঠান্ডার৷ আগরতলা বিমানবন্দরে অবস্থিত আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, মঙ্গলবার ছিল চলতি মরশুমের শীতলতম দিন৷ সোমবার ৭.৯ ডিগ্রী তাপমাত্রার রেকর্ড ভেঙ্গে দিয়ে মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৩ ডিগ্রী সেলসিয়াস৷ অনুরূপভাবে সর্বোচ্চ তাপমাত্রাও কমে গিয়ে ১৭.৪ ডিগ্রী সেলসিয়াসে দাঁড়িয়েছে৷ আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, আগামী আরও কিছুদিন শীতের প্রকোপ বহাল থাকবে৷ পারদ আরও নিম্নমুখী হতে পারে৷ মঙ্গলবার তুলনামূলকভাবে কুয়াশা কম ছিল৷ সোমবার কুয়াশার চাদর সাড়া রাজ্যকে ঢেকে ফেলে৷ তিন ঘন্টার বেশি সূর্যের আলো পাওয়া যায়নি৷ মঙ্গলবার কুয়াশা কম থাকায় সকাল আটটা নাগাদ ঝলমলে রোজ উপভোগ করেছেন রাজ্যের মানুষ৷ ফলে যানবাহন চলাচলে তেমন কোনও অসুবিধে হয়নি আজ৷ তবে কনকনে হিমেল হাওয়া বইছে সাড়া রাজ্যে৷
2018-01-10