নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জানুয়ারী৷৷ হেল্পারের চাকরি নিয়ে অনিয়মের অভিযোগ তুলে শাসকদলের ক্যাডাররাই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দিয়েছেন৷ এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে৷ জানা গেছে, দক্ষিণ জেলার বিলোনিয়ার মহকুমার পূর্ব তুইসাইমা গ্রামে এই ঘটনা ঘটেছে৷ সম্প্রতি হেল্পারদের চাকরি নিয়ে এলাকায় ক্ষোভ চরমে উঠে৷ শাসক দলের ক্যাডারদের মধ্যেই এ নিয়ে বিরোধ তুঙ্গে উঠে৷ শেষ পর্যন্ত মঙ্গলবার শাসক দলের ক্যাডাররা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়ে মূল ফটকে তালা ঝুলিয়ে দেন৷ ক্ষুব্ধ ক্যাডাররা সকলেই শাসক দলের স্থানীয় শাখা কমিটির সদস্য৷ তাঁদের অভিযোগ উপপ্রধানকে নিয়ে৷ শাখা কমিটির নেতাদের মতে গ্রামের উপপ্রধান প্রদীপ পাল এই অনিয়মের সঙ্গে সরাসরি যুক্ত৷ তাঁর ঘটনার তদন্ত দাবি করেছেন৷ অনিয়মের সঙ্গে জড়িত সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে বলেছেন তাঁরা৷
2018-01-10