নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৮ জানুয়ারী৷৷ টানা তিনদিনের প্রচেষ্ঠায় ডুম্বুর জলপ্রপাত থেকে দুই শিশুর নিথর দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে৷ ডুবুরিরা দীর্ঘ প্রচেষ্টা চালিয়ে তাদের দেহ উদ্ধার করতে সক্ষম হয়েছেন৷ গত শনিবার রাস্তায় পাশে দাঁড়ানো একটি গাড়ি ঢালু পথ থেকে গড়িয়ে ডুম্বুর জলপ্রপাতে পড়ে যায়৷ দাঁড়িয়ে থাকা ওই গাড়িতে দুটি শিশু বসে খেলা করছিল৷ পরিবারের বাকিদের চোখের সামনেই এই ঘটনা সংঘটিত হয়েছিল৷ উল্লেখ করা যেতে পারে, তীর্থমুখ থেকে ফেরার সময় মন্দিরঘাটে কিছুক্ষণের জন্য যাত্রী বিরতি করে তিনটি ছোট গাড়ি৷ পরিবার-পরিজনদের নিয়ে তাঁরা তীর্থমুখে গিয়েছিলেন৷ যাত্রা বিরতির সময় অমরপুরের শঙ্কর হাজরা এভং ভুট্টো রাহার মেয়ে আরাধ্যা (৬) ও ছেলে কুশল রাহা(৪) গাড়িতে বসে খেলাধুলা করছিল৷ আচমকা গাড়িটি ঢালু পথ থেকে গড়িয়ে ডুম্বুর জলপ্রপাতে পড়ে যায়৷ কমপক্ষে ৪৫ ফুট নীচে গিয়ে পড়ে গাড়িটি৷ পরিবারের চোখের সামনে এই ঘটনাটি ঘটে৷ চোখের সামনে ঘটনা ঘটছে দেখে শিশুদের মা বাবার মূর্ছিত হয়ে পড়েন৷ এরপর তাদের উদ্ধারে অভিযান চালানো চালানো হয়৷ এত গভীর জলাশয় থেকে কোনও ভাবেই দুই শিশুকে উদ্ধার করে আনা যাচ্ছিল না৷ শিশু দুটি জীবিত নেই বলে আগেই ধারণা করা হচ্ছিল৷ দীর্ঘ চেষ্টা চালিয়ে সোমবার তাদের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে৷ ঘটনায় শিশুদের মা ও বাবা সহ পরিবারের প্রায় সকল সদস্যই অসুস্থ হয়ে পড়েছেন৷
2018-01-09