নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৮ জানুয়ারী৷৷ সংখ্যালঘু কল্যাণে আর এম প্রকল্পে ৪৫ লক্ষ টাকার অনিয়মের অভিযোগ এনে কৈলাসহরের মহকুমা শাসককে ঘেরাও করেছে কংগ্রেস৷ ঊনকোটি জেলা কংগ্রেসের তরফে সোমবার স্থানীয় এসডিএমকে ঘেরাও করা হয়েছে৷ যদিও, এসডিএম এই ঘেরাও চলাকালে কংগ্রেসের প্রতিনিধি দলের সাথে কোন কথা না বলেই বেরিয়ে যান৷ তাতে কংগ্রেস নেতৃত্ব গভীর উদ্বেগ প্রকাশ করেছেন৷
কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছে আর এম প্রকল্পে কৈলাসহর মহকুমায় ব্যাপক অনিয়ম হয়েছে৷ জানা গিয়েছে, এই প্রকল্পে প্রত্যেক সংখ্যালঘু পরিবারকে এককালীন দশ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়৷ যাদেরকে এই অনুদান দেওয়া হয়েছে তারা যোগ্য নন৷ মূলত গরীব অংশের জনগণকে দেওয়ার কথা৷ কিন্তু, দেওয়া হয়েছে বিত্তশালীদের৷ এনিয়ে কংগ্রেসের তীব্র আপত্তি৷ এদিন এসডিএমকে ঘেরাও করার সময় সেখানে উপস্থিত ছিলেন কংগ্রেসের ঊনকোটি জেলা সভাপতি মহম্মদ বদরুজ্জাম, কংগ্রেস নেতা রুদ্রেন্দু ভট্টাচার্য্য প্রমুখ৷ এদিন মহকুমা শাসন তাদের সাথে কথা না বলে চলে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন কংগ্রেসের নেতৃত্বরা৷ তারা বলেছেন আগামীকাল ফের এসডিএম অফিসে ধর্ণা দেওয়া হবে৷ প্রয়োজনে বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে৷
2018-01-09