নয়াদিল্লি, ৯ জানুয়ারি (হি.স.): সিনেমা হলে জাতীয় সঙ্গীত বাজানো বাধ্যতামূলক নয়| ২০১৬ সালে দেওয়া নির্দেশকে প্রত্যাহার করে মঙ্গলবার এমনটাই জানালো সুপ্রিম কোর্ট| একই সঙ্গে অবসান হল, সিনেমা হলে জাতীয় সঙ্গীত বাজানো নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা| মঙ্গলবার সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল-এর সুপারিশ মেনে ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, সিনেমা হলে জাতীয় সঙ্গীত বাজানো বাধ্যতামূলক নয়|
দেশেরপ্রত্যেকটি সিনেমা হলে সিনেমা শুরু হওয়ার আগে জাতীয় সঙ্গীত বাজাতে হবে| সেই সময়ে, স্ক্রিনে দেখাতে হবে জাতীয় পতাকাও| ২০১৬ সালের ৩০ নভেম্বর, জাতির উদ্দেশ্যে এমনই রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট| শীর্ষ আদালত সেই সময় জানিয়েছিল, ‘জাতীয় সঙ্গীত জনসাধারণের মনে দেশাত্মবোধ এবং জাতীয়তাবোধ জাগিয়ে তুলবে|’ প্রেক্ষাগৃহে জাতীয় সঙ্গীত বাজানো বাধ্যতামূলক করার নির্দেশ দেওয়ার পর থেকে বেশ কয়েকটি ঘটনা প্রকাশ্যে আসে, নীতি পুলিশের খপ্পড়ে পড়ে হেনস্থার শিকার হতে হয় দর্শকদের| প্রথমে শীর্ষ আদালতের রায় কেন্দ্রীয় সরকার মেনে নিলেও, পরে সুপ্রিম কোর্টকে এই রায় স্থগিত রাখার আর্জি জানায় কেন্দ্র| সূত্রের খবর, সোমবারই এই আর্জি পেশ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে| এরপর মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, সিনেমা হলে জাতীয় সঙ্গীত বাজানো বাধ্যতামূলক নয়|