নয়াদিল্লি, ৮ জানুয়ারি(হি.স.) : সেনাবাহিনীতে আধুনিকীকরণের পক্ষে সওয়াল করলেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। সোমবার এক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে সেনাপ্রধান বলেন, ‘যে সেনাবাহিনী প্রযুক্তিগত দিক দিয়ে উন্নত তারা যে কোনও অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমাদের সেনাবাহিনীর প্রতিটা বিভাগেই ব্যাপক পরিমাণে আধুনিকীকরণের প্রয়োজন হয়ে পড়েছে। আগামীদিনে যুদ্ধ ভিন্ন পরিস্থিতি এবং পরিবেশের মধ্যে হবে। তার জন্য আমাদের এখন থেকেই তৈরি হতে হবে।’
সেনাবাহিনীতে বৈদেশিক প্রযুক্তি ব্যবহার নিয়েও নিজের মতামত ব্যক্ত করেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। তিনি বলেন, ‘প্রতিরক্ষায় বৈদেশিক প্রযুক্তি আমদানি করা থেকে আস্তে আস্তে আমাদের সরে এসে দেশীয় প্রযুক্তি উপর বেশি জোর দিতে হবে। পরবর্তীকালে যে কোনও যুদ্ধে দেশীয় প্রযুক্তির ব্যবহার আমাদের নিশ্চিত করতে হবে। সেনাপ্রধান মনে করেন ভারতীয় সেনাবাহিনী প্রযুক্তির ব্যবহারে সঠিক পথেই এগিয়ে চলেছে। উল্লেখ্য নভেম্বর মাসেও এক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে সেনাপ্রধান সেনাবাহিনীর আধুনিক প্রযুক্তি ব্যবহারের উপর জোড় দেন। অন্যদিকে গত বছর কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে সেনাবাহিনীর পুরনোর অস্ত্রগুলি পাল্টে নতুন অস্ত্র দেওয়া হবে। সেই মর্মে ৭ লক্ষ নতুন রাইফেল, ৪৪০০০ লাইট মেশিন গান, ৪৪,৬০০ কার্বাইন সেনাবাহিনীকে দেওয়া হবে।