নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জানুয়ারি৷৷ কেন্দ্রের বিজেপি সরকার স্বাস্থ্য পরিষেবাকে কর্পোরেটমুখী করার চেষ্টা চালাচ্ছেন৷ গরীব মানুষের স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নে দেশের সরকারের কোন ধরনের পরিকল্পনা নেই৷ স্বাস্থ্যখাতে কেন্দ্রের নিত্যনতুন আইনে খুচড়ো ঔষুধ শিল্পের সঙ্গে যুক্তরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন৷ রবিবার মাতঙ্গিনী প্রীতিলতা সভাগৃহে ত্রিপুরা ক্যামিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশনের চতুর্থ বার্ষিক সম্মেলনে কেন্দ্রকে এমনভাবেই চাঁচাছোলা ভাষায় বিধঁলেন স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী৷
কেন্দ্রের আর্থিক বঞ্চনা, রাজ্যের সঙ্গে বিমাতৃসুলভ আচরণে রাজ্য সরকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বাধাপ্রাপ্ত হচ্ছেন৷ তবে, প্রতিজ্ঞলতার মধ্যেও দুটি মেডিক্যাল কলেজ, নার্সিং ইনস্টিটিউট স্থাপন, প্যারামেডিক্যাল কলেজ পরিচালনা করা হচ্ছে৷ গরীব মানুষকে সরকারী হাসপাতালে বিনামূল্যে ঔষুধ সরবরাহ করছে রাজ্য সরকার৷ স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নে কেন্দ্রকে গাঠগড়ায় দাড় করিয়ে সরকারের এমনভাবেই প্রশংসা করেছেন স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী৷ প্রেক্ষিতে, ক্যামিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশনকে সাংগঠনিক দাবী দাওয়া পূরনের জন্য বামপন্থী আন্দোলন জোরদার করার আহ্বান জানিয়েছেন শ্রীচৌধুরী৷ তাঁর মতে, বামপন্থী আন্দোলন দুর্বল হলে ঔষুধ শিল্পের সঙ্গে যুক্তদের অর্থনৈতিক মেরুদন্ড ভেঙ্গে চুড়মাড় হবে৷
2018-01-08