নয়াদিল্লি, ৭ জানুয়ারি (হি.স.) : রবিবার সকালে দিল্লি-চণ্ডীগড় হাইওয়ের ওপর পথ দুর্ঘটনায় মারা গেলেন ৪ ভারোত্তলক। আহত হয়েছেন আরও ২ জন। জখমদের মধ্যে রয়েছেন গত বছর মস্কো থেকে বিশ্বজয়ীর খেতাব আনা সক্ষম যাদবও।
জানা গিয়েছে, এই ছয় ক্রীড়াবিদ দিল্লি থেকে পানিপথ যাচ্ছিলেন ও তাদের সঙ্গে ছিল ভারোত্তলন সংক্রান্ত জিনিসপত্র। দিল্লি ও হরিয়ানার মাঝখানে সিংঘু সীমানার আলিপুর গ্রামের কাছে এদিন ভোর ৪টে নাগাদ ঘটে দুর্ঘটনা। রোড ডিভাইডারের সঙ্গে তাঁদের গাড়ির ধাক্কা লাগে। দুর্ঘটনার প্রাবল্য এতটা ছিল যে তাঁদের গাড়ির ছাদ সম্পূর্ণ উড়ে যায়। পুলিশ জানিয়েছে, গাড়ির গতি ছিল অত্যন্ত বেশি। গাড়ি থেকে কয়েকটি বোতল উদ্ধার করা হয়েছে। তাই মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেনা পুলিশ।
বিশ্বজয়ী ভারোত্তলক সক্ষম যাদব ও বালি নামে আর এক ভারোত্তলককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত ভারোত্তলকরা হলেন হরিশ, টিঙ্কু ও সুরজ, চতুর্থজনের নাম এখনও জানা যায়নি।