নয়াদিল্লি, ৫ জানুয়ারি (হি.স.) : চিনে নির্মিত ভৌগোলোকে ভারতের মানচিত্রকে বিকৃত ভাবে দেখানোর অভিযোগ তুলল একদল প্রবাসী ভারতী। অভিযোগ কানাডা জুড়ে ছড়িয়ে থাকা বহুজাতিক সংস্থা কোস্টকোর স্টোরগুলিতে ‘মেড ইন চিন’ লেখা ভৌগোলোকগুলিতে ভারতের মানচিত্রকে বিকৃত ভাবে দেখানো হয়েছে। প্রবাসী ভারতীয়দের দাবি ওই ভৌগোলোকে ভারতের মানচিত্র থেকে কাশ্মীর এবং অরুণাচলপ্রদেশকে বাদ দেওয়া হয়েছে। এমনকি তাদের দাবি আমেরিকায় বহুজাতিক সংস্থা কোস্টকোর একাধিক স্টোরে বিক্রি হওয়া‘মেড ইন চিন’ লেখা ভৌগোলোকে ভারতের মানচিত্র থেকে বাদ কাশ্মীর এবং অরুণাচলপ্রদেশ।
এই বিষয়ে সোশ্যাল মিডিয়া ট্যুইটারে কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ এবং প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা চলছে। কিন্তু ভারতের পক্ষ থেকে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, প্রায় বেশ কয়েক দশক ধরেই চিন দাবি করে আসছিল যে অরুণাচলপ্রদেশ তাদের। পাশাপাশি কাশ্মীরে পাকিস্তানের অধিকারকে রয়েছে বলে মনে করে চিন।
সূত্রের দাবি সেই দৃষ্টিকোণ থেকেই এই ধরণের ভূগোলোক তৈরি করেছে চিন। যা ভারতের ভাবমূর্তিকে খর্ব করার জন্য তৈরি হয়েছে। অন্যদিকে ভারতের পক্ষ থেকে বরাবরই বলা হয়েছে কাশ্মীর এবং অরুণাচলপ্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ।