নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জানুয়ারী৷৷ ত্রিপুরার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার সংসদে দীর্ঘ আলোচনা হয়েছে৷ বিজেপি সাংসদ প্রহ্লাদ প্যাটেল এদিন ত্রিপুরা সফরের অভিজ্ঞতা সংসদে তুলে ধরেন৷ উপজাতি কিশোরীদের ধর্ষণ করে হত্যার ঘটনাগুলি তিনি আলোচনায় তুলেছেন৷ এই প্রসঙ্গ তুলে ধরে ত্রিপুরায় আইন শৃঙ্খলা পরিস্থিতি তলানিতে গিয়ে ঠেকেছে বলে এদিন তিনি উষ্মা প্রকাশ করেছেন৷ আগরতলায় বিজেপি রাজ্য মুখ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানিয়েছেন দলের মুখপাত্র আইনজীবী অরুন কান্তি ভৌমিক৷ তিনি জানান, সংশ্লিষ্ট বিষয়ে নাতিদীর্ঘ বাকবিতণ্ডাও হয়েছে৷ তবে এ ক্ষেত্রে কংগ্রেস সাংসদদের বয়ান রীতিমতো আশ্চর্যজনক৷
তিনি বলেন, লোকসভায় বিজেপি সাংসদ প্রহ্লাদ সিং প্যাটেল বিষয়টি উত্থাপন করেন৷ তিনি ত্রিপুরায় ক্রমাগত খুন সন্ত্রাসের বিস্তারিত বিবরণ তুলে ধরেন৷ উপজাতি কিশোরীদের ধর্ষণ করে নির্মম হত্যাকান্ড এবং সংশ্লিষ্ট বিষয়ে ময়না তদন্ত ছাড়াই সৎকার করিয়ে নেওয়া ইত্যাদি বিষয় তাঁর বক্তব্যে স্থান পায়৷ রাজ্যে সাংবাদিক হত্যাকান্ডের কথাও তিনি তুলে ধরেন৷ রাজ্যে দীর্ঘ বামশাসনে বিরোধী কংগ্রেস দলের অনেক নেতা বিধায়কদের হত্যা করা হয়েছে বলে তিনি উল্লেখ করতেই আশ্চর্যজনকভাবে দলের অন্য সদস্যরা লোকসভায় এর প্রতিবাদ করে রাজ্যে কোনও কংগ্রেস নেতা খুন হননি বলে উল্লেখ করেন৷ শ্রী ভৌমিকের বক্তব্য, লোকসভায় দলীয় মন্ত্রী বিধায়কদের খুনের ঘটনায় কংগ্রেস সাংসদদের এই অবস্থান খুবই আশ্চর্যজনক৷ বিজেপি রাজ্য কমিটি এবিষয়ে প্রদেশ কংগ্রেসের স্পষ্টিকরণ দাবি করেছে৷
এই খবর আগরতলায় ছড়িয়ে পড়তেই রাজ্যে কংগ্রেসের কর্মী ও সমর্থকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ প্রয়াত কংগ্রেস বিধায়ক মধুসূদন সাহার ভাই মহীতোষ সাহা তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, তাঁর ভাই বাম জমানাতেই খুন হয়েছেন৷ কিন্তু এর কোনও বিচার হয়নি৷ রাজ্যে আরও নেতা কর্মী খুন হয়েছেন৷ কিন্তু লোকসভায় আজকের আলোচনা সংশ্লিষ্ট পরিবারগুলিকে মর্মাহত করেছে৷
এদিকে সাংবাদিক সম্মেলনে শ্রী ভৌমিক রাজ্যপালের এক্তিয়ার নিয়ে সিপিএম যে প্রশ্ণ তুলেছে তার প্রতিক্রিয়ায় বলেন, সংবিধানে সমস্ত কিছু লেখা থাকেনা৷ কিন্তু, রাজ্যের সাংবিধানিক প্রধান হিসাবে কাউকে ডাকলে তাঁর সাথে দেখা করা শিষ্টাচারের মধ্যে পরে৷ সৌজন্যতাবসত রাজ্যপালের ডাকে রাজ্যের মুখ্যসচিব এবং পুলিশের মহানির্দেশকের তাঁর সাথে দেখা করা উচিত ছিল৷ এদিকে, সাংবাদিক খুনের মামলায় চার্জশিটে পলাতক আসামী বিজেপিতে যোগ দেওয়ার প্রসঙ্গে শ্রী ভৌমিক বলেন, অপরাধ প্রমানিত হওয়ার আগে পর্যন্ত যে কোন অভিযুক্ত নির্দোষ৷ তাই, চার্জশিট হলেই কারোর কোন রাজনৈতিক দলে যোগ দিতে বাঁধা নেই৷ তাঁর কটাক্ষ, গৌতমবাবুর সাধারণ ধারণা নেই তাই বিজেপি সম্পর্কে উল্টা-পাল্টা বলেছেন৷