নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৩ জানুয়ারি৷৷ বুধবার দুপুরে বিশালগড় থানার অধিনস্থ রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয়ের মূল ফটকের সামনে বাইক দ্রুতগতিতে এসে টিআর ০১ডি-৪০৪৫ নম্বরের অটোটিকে ধাক্কা দিয়ে সঙ্গে সঙ্গে জাতীয় সড়কের উপর উল্টে যায়৷ কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রী দেখতে পেয়ে অটো রিক্সাটিকে স্বাভাবিক পর্যায়ে আনে৷ তখন দেখতে পায় জাতীয় সড়কের উপর রক্তাক্ত অবস্থায় পরে রয়েছে এক মহিলা৷ মহিলার নাম সরস্বর্তী দেববর্মা (২৮)৷ অটো রিকশা করে বিশালগড় থেকে নোয়াবাড়ী মধুপুর যাওয়ার পথে ঘটে যায় দুর্ঘটনা৷ টিআর০১ এএইচ-৭৪৮০ নম্বরের এপাচি বাইকটির চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করে৷ কিন্তু কলেজ পড়ুয়াররা তাকে আটক করে৷ অটো চালক নন্দলাল সাহা জানায় তার কোন রকম দোষ নেই৷
2018-01-04