মস্কো, ৪ জানুয়ারি (হি.স.): বিগত কয়েক বছর ধরে আমেরিকার সঙ্গে সখ্যতা বাড়লেও, ভারত যে পুরনো বন্ধু রাশিয়াকে ভুলে যায়নি তা ফের প্রমাণিত হল। রাশিয়ায় অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফ থেকে বলা হয়েছে, বুধবার রাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দুই রাষ্ট্র প্রধানের মধ্যে একাধিক দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনার পাশাপাশি বর্তমানে আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও কথা হয়। দুই রাষ্ট্রনেতা একে অন্যকে নববর্ষের শুভেচ্ছা জানানোর পাশাপাশি দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া এবং আরও বেশি সুদৃঢ় করার জন্যও অঙ্গীকারবদ্ধ হন। এদিন ফোনে দুই দেশের মধ্যে শিল্প-বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি, সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগীতা আরও বেশি বাড়ানোর উপর দুই রাষ্ট্র নেতাই জোর দেন।
উল্লেখ্য, এর আগে ৩০ শে ডিসেম্বর এক বার্তায় রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন নববর্ষের শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। অন্যদিকে পাকিস্তান ও চিনের অশুভ আঁতাতকে রোখার জন্য আমেরিকার পাশাপাশি পুরনো বন্ধু রাশিয়ার সঙ্গেও নিজেদের সম্পর্ক আরও বেশি সুদৃঢ় করার জন্য বদ্ধপরিকর ভারত।