নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জানুয়ারী৷৷ উপজাতি এলাকা স্বশাসিত জেলাপরিষদ (এডিসি) এর হাতে অধিক ক্ষমতার জন্য সংবিধান সংশোধনের দাবি তুলেছেন ত্রিপুরা থেকে নির্বাচিত সিপিআইএম সাংসদ জিতেন্দ্র চৌধুরী৷ মঙ্গলবার লোকসভায় তিনি তাঁর এই দাবি উত্থাপন করেছেন৷ মঙ্গলবার লোকসভায় শূন্যকালে সিপিআইএম সাংসদ জিতেন্দ্র চৌধুরী ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের সবকয়টি জেলা পরিষদগুলির ক্ষমতা বৃদ্ধি করার বিষয় নিয়ে একটি প্রস্তাব উত্থাপন করে তিনি এর বিস্তারিত ব্যাখ্যাও দেন৷ লোকসভায় জিতেন্দ্র চৌধুরী বলেন, ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে অবস্থিত এডিসি’র জন্য অধিক ক্ষমতা প্রয়োজন৷ কারণ এখন যে অবস্থায় এডিসিগুলি রয়েছে তাদের হাতে ক্ষমতা সীমিত৷ এতে সর্বাধিক উন্নয়ন করা সম্ভব নয়৷ তাই অধিক ক্ষমতায় প্রয়োজন৷ তিনি বলেন, এ জন্য সংবিধান সংশোধন প্রয়োজন এবং সংবিধান সংশোধন করে এডিসিগুলিতে অধিক ক্ষমতা দিতে হবে৷ অন্যথায় উপজাতিদের সর্বাধিক উন্নয়ন সম্ভব নয়৷ যে উদ্দেশ্যে উপজাতি এলাকা স্বশাসিত জেলাপরিষদ গঠন করা হয়েছিল তার বাস্তব প্রয়োগের জন্যই তা প্রয়োজন হয়ে পড়েছে৷ এখানে উল্লেখ করা যেতে পারে, বিজেপিও ইতিমধ্যেই ত্রিপুরার উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদে অধিক ক্ষমতার জন্য স্টেট কাউন্সিলের দাবি করেছে৷
2018-01-03