রাঁচি, ৩ জানুয়ারি (হি.স.): দেওঘর পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় বুধবার নয়, বৃহস্পতিবার সাজা ঘোষণা হবে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) সুপ্রিমো লালু প্রসাদ যাদবের| একই মামলায় বৃহস্পতিবার সাজা ঘোষণা হবে বাকি ১৫ জনেরও| সিবিআইয়ের বিশেষ আদালত সূত্রের খবর, আইনজীবী বিন্ধেশ্বরী প্রসাদের অকাল প্রয়াণের কারণে পিছিয়ে দেওয়া হয়েছে লালু প্রসাদ যাদব সহ ১৬ জনের সাজা ঘোষণা|
দেওঘর পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় ২০১৭ সালের ২৩ ডিসেম্বর সিবিআইয়ের বিশেষ আদালতে দোষীসাব্যস্ত হয়েছিলেন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব সহ ১৬ জন| সেই থেকে তাঁদের ঠাঁই হয় রাঁচির বিরসা মুণ্ডা জেলে| তবে, আদালত মুক্তি দিয়েছে বিহারের আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্র সহ ৬ জনকে| বুধবার, ৩ জানুয়ারি সাজা ঘোষণা হওয়ার কথা থাকলেও, আইনজীবী বিন্ধেশ্বরী প্রসাদের অকাল প্রয়াণের কারণে পিছিয়ে দেওয়া হয়েছে লালু প্রসাদ যাদব এবং বাকি ১৫ জনের সাজা ঘোষণা| দেওঘর পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় বৃহস্পতিবার, ৪ জানুয়ারি সাজা ঘোষণা করবে রাঁচির বিশেষ সিবিআই আদালত|
বুধবার সকালেই রাঁচির বিরসা মুণ্ডা জেল থেকে বেরিয়ে সিবিআই বিশেষ আদালতের উদ্দেশে রওনা দেন লালু প্রসাদ যাদব| রায়দান উপলক্ষ্যে আদালত চত্বরে এদিন কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়| পরে আদালত সূত্রে জানা যায়, পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় বুধবার নয়, বৃহস্পতিবার সাজা ঘোষণা হবে লালু প্রসাদ যাদব সহ ১৬ জন দোষীর| রায়দান পিছিয়ে যাওয়ায় পুনরায় বিরসা মুণ্ডা জেলের উদ্দেশে রওনা দেন লালু|
এদিকে, আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত হলেন রঘুবংশ প্রসাদ সিং, তেজস্বী যাদব এবং মনোজ ঝা| আগামী ২৩ জানুয়ারি আদালতে হাজিরা দেওয়ার জন্য তাঁদের সমন পাঠিয়েছে রাঁচির বিশেষ সিবিআই আদালত| এ প্রসঙ্গে আরজেডি-র মনোজ ঝা বলেছেন, ‘অদ্ভূত লাগছে, কারণ আমাদের মধ্যে কেউই বিচার প্রক্রিয়া সম্পর্কে একটি কোনও মন্তব্য করিনি|’