নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জানুয়ারি৷৷ নির্ভূল ভোটার তালিকা সুনিশ্চিতের দাবিতে আগামী ৪ জানুয়ারী মুখ্য নির্বাচন কমিশনারের সাথে দেখা করবেন বিজেপির প্রতিনিধি দল৷ কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী তথা বরিষ্ট বিজেপি নেতা মুক্তার আববাস নকবির নেতৃত্বে এই প্রতিনিধি দল মুখ্য নির্বাচন কমিশনারের সাথে দেখা করবেন৷ এই প্রতিনিধি দলে রয়েছেন নেডার কনভেনার তথা ত্রিপুরায় বিজেপির নির্বাচন প্রভারী আসামের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব এবং প্রদেশ বিজেপি মুখপাত্র ডাঃ অশোক সিনহা৷
নির্বাচন কমিশনারের রাজ্য সফরকালে ২৭ হাজারেরও বেশি ভুয়ো ভোটার চিহ্ণিত হয়েছিল৷ ভোটার তালিকা থেকে তাদের বাদ দেওয়া হয়েছে৷ বিজেপি রাজ্য কমিটি নির্ভূল ভোটার তালিকা চাইছে৷ আগামী ৫ জানুয়ারি চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে৷ ঐ ভোটার তালিকায় যাতে ভুয়ো ভোটার না থাকে, তা সুনিশ্চিত করার দাবিতে নির্বাচন কমিশনের সাথে দেখা করবেন বিজেপির প্রতিনিধি দল৷ পাশাপাশি রাজ্যের বর্তমান পরিস্থিতি সম্পর্কে মুখ্য নির্বাচন কমিশনারকে অবগত করানো হবে৷ এরই সাথে পোষ্টাল ব্যালটের গোপনীয়তা বজায় রাখার বিষয়টিও সুনিশ্চিত করার দাবি জানাবেন প্রতিনিধি দলের সদস্যরা৷