ঠাণ্ডায় জবুথবু উত্তর প্রদেশ, শীতের কামড়ে মৃত্যু রেল যাত্রীর

মুজাফফরনগর, ২ জানুয়ারি (হি.স.): উত্তর ভারত জুড়ে ‘ভিলেন’ কুয়াশার দাপট অব্যাহত| পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে শীত| শৈত্যপ্রবাহের কারণে এই মুহূর্তে ‘ছেড়ে দে মা, কেঁদে বাঁচি’-অবস্থা উত্তরের মানুষজনের| ঠাণ্ডার কামড় এতটাই বেশি যে সকাল সকাল কাউকে রাস্তায় বেরোতে দেখা যাচ্ছে না| এমতাবস্থায় উত্তর প্রদেশের শামলি জেলায় জালালাবাদ রেল স্টেশনে মাত্রাতিরিক্ত ঠাণ্ডার কারণে মৃত্যু হল এক পৌঢ়ের| মৃতের নাম হল আব্দুল রহিম (৬৫)|

মঙ্গলবার পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় জালালাবাদ রেল স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন ওই পৌঢ়| হঠাত্ই তিনি পড়ে যান| সংজ্ঞাহীন অবস্থায় ওই পৌঢ়কে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন| হাসপাতাল সূত্রের খবর, মাত্রাতিরিক্ত ঠাণ্ডার কারণে মৃত্যু হয়েছে ওই পৌঢ়ের|

শৈত্যপ্রবাহের কারণে এই মুহূর্তে শীতে জবুথবু উত্তর প্রদেশ সহ গোটা উত্তর ভারত| মাত্রাতিরিক্ত ঠাণ্ডার কারণে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত উত্তর প্রদেশের শামলি এবং মুজাফফরনগর জেলায় সমস্ত স্কুল বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *