BRAKING NEWS

কারও চোখ রাঙানি, ধমকানি সহ্য করব না : মমতা বন্দ্যোপাধ্যায়

বর্ধমান,২ জানুয়ারী(হি.স.): ভাতই আমাদের বাঁচিয়ে রাখে। মোটা ভাতমোটা রুটি খাব। তবুও কারও কাছে আত্মসমর্পন করব নয়। মঙ্গলবার বর্ধমানের মাটি উৎসব থেকে নাম না করে কেন্দ্রে বিজেপি সরকারকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এদিন তিনি রাজ্যের কৃষকদের একগুচ্ছ উন্নয়নের ফিরিস্তি শোনালেন। এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাকে নির্মল জেলা হিসাবে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার বর্ধমানের মাটি তীর্থ কৃষি কথায় ষষ্ঠ বর্ষের মাটি উৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বর্ধমানের মাটি উৎসবের মঞ্চ থেকে তিনি বলেন,” জেলায় ৪ লক্ষ ৪০ হাজার শৌচাগার তৈরী হয়েছে। দুই বর্ধমান জেলা নির্মল জেলা ঘোষনা করা হল।” পাশাপাশি দুই জেলার জেলাশাসক ও জেলা পরিষদের সভাধিপতির হাতে এদিন ট্রফি তুলে দেন তিনি মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ৭২ টি প্রকল্পের শিলান্যাস ও ১৫ টি প্রকল্পের উদবোধন করেন তিনি। ৫৭টি কন্যাশ্রী ক্লাবের মেয়েরা গত ৫ মাসে ১১২ টি বাল্যবিবাহ রোধ করায় উচ্ছ্বসিত প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। এবং তাদের পুরষ্কৃত করার জন্য পুলিশকে নির্দেশ দেন।

এদিন কেন্দ্রে এনএডিএ সরকারকে নাম না করে বার্তা দেন। ভাতই আমাদের বাঁচিয়ে রাখে। মোটা ভাত মোটা রুটি খাব। তবুও কারও কাছে আত্মসমর্পন করব না। কারও কাছে মাথা নীচু করব না।” তিনি বলেন,” বাজারে ১ কিলো চাল ২৫ টাকা। আমরা ৮ কোটি পরিবারকে ২ টাকা কিলো চাল দিই। ২৩ টাকা করে ভর্তুকিতে। ৫০ লক্ষ পরিবারকে আর্ধেক দামে চাল দিই। তাই কারও চোখ রাঙানিধমকানি সহ্য করব না। বাংলা মাথা উঁচু করে চলে।” তিনি আরও বলেন, ” রাজ্যে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ৩০ লক্ষ কৃষক পরিবারকে ১২০০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। রাজ্যে ১৮৬টি কিষাণ মাণ্ডি৫৯৬টি কাষ্টমস সেণ্টার৩১৬টি ধান ক্রয় কেন্দ্র চালু করা হয়েছে। ২১ লক্ষ হেক্টর জমিকে কিষাণ বীমার আওতায় নিয়ে আসা সহ কৃষি জমির খাজনা মুকুব করা হয়েছে। আমাদের সরকার কথা কম বলে কাজ বেশি করে । আর তাই পরপর পাঁচ বার আমরা ভারত সরকারের কাছ থেকে কৃষি কর্মন পুরস্কার পেয়ছি। ভারত সরকার আমাদের মুখ দেখে সেই পুরস্কার দেয়নি। কাজ দেখে দিয়েছে।\”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *