ফিলিপাইন্সের শপিং মলে আগুন লাগার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৭

ম্যানিলা, ২৪ ডিসেম্বর (হি.স.) : ফিলিপাইন্সের শপিং মলে আগুন লাগার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৭ জনে৷ শনিবার ফিলিপাইন্সের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দাভাও শহরের একটি শপিং মলে আগুন লাগে। ওই ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহত বহু৷
সূত্রের খবর স্থানীয় সময় শনিবার সকালে শপিং মলের থার্ড ফ্লোরের একটি ফার্নিচারের দোকানে আগুন লাগে। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই তা উপরের তলার একটি প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। এ সময় ওই ফ্লোরে একটি কলসেন্টারের কর্মীরা আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে কয়েক ঘণ্টা ধরে আগুন নেভানোর চেষ্টা করেন।
তবে শপিং মলের ভেতরে আটকে পড়ে ছিলেন যাঁরা, তাদের প্রত্যেকেরই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে৷ ইতিমধ্যে নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সঙ্গে দেখা করেছেন প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। ফিলিপিন্সের প্রেসিডেন্ট রডরিগো দুতার্তের ছেলে ও দাভাওয়ের ভাইস মেয়র পাওলো দুতার্তে জানিয়েছেন, এনসিসি শপিং মলের ঘটনায় নিখোঁজ ৩৭ জনের কারো বেঁচে থাকার সম্ভাবনা নেই৷
দমকল জানিয়েছে, একটি আসবাবপত্রের দোকানে প্রথম আগুন লাগে৷ দাহ্য বস্তু থাকায় মূহুর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে৷ ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে দমকল৷ শনিবার রাতে প্রেসিডেন্ট দুতার্তে ও তার মেয়ে দাভাওয়ের মেয়র সারা দুতার্তে ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা নিখোঁজ ও আহত ব্যক্তিদের পরিবারের সাথে কথা বলেন৷ তাদের পাশে থাকার আশ্বাস দেন৷