BRAKING NEWS

হাফিজ সঈদের আত্মরক্ষার জন্য ‘বিশেষ নিরাপত্তা দল’ তৈরি করল লস্কর-ই-তৈবা

লাহোর, ২৩ ডিসেম্বর (হি.স.): বিশ্বের কুখ্যাত সন্ত্রাসবাদী তথা ২৬/১১ মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সঈদের নিরাপত্তা আরও বেশি আঁটসাঁটও করা হয়েছে। জামাত-উদ-দাওয়া প্রধান তথা লস্কর-ই-তৈবার সহপ্রতিষ্ঠাতার নিরাপত্তার জন্য ‘বিশেষ নিরাপত্তা দল’ তৈরি করা হয়েছে। যারা ঘড়ি ধরে ২৪ ঘন্টা কুখ্যাত এই সন্ত্রাসবাদীর দেহরক্ষী হিসেবে নিয়োজিত থাকবে। হাফিজ সঈদ লাহোর শহরের বাইরে গেলেও এই ‘বিশেষ নিরাপত্তা দল’ তার সঙ্গে থাকবে। লস্কর-ই-তৈবার পক্ষ থেকে এই নিরাপত্তা দলের প্রত্যেক রক্ষীকে অত্যাধুনিক অস্ত্র দেওয়া হয়েছে। যাতে করে যে কোন হামলার রুখে দিতে পারে তাঁরা। হাফিজ সঈদের নিরাপত্তার জন্য দায়িত্বে থাকা ‘বিশেষ নিরাপত্তা দল’-এর প্রত্যেকেই লস্কর-ই-তৈবার জঙ্গি। সেই কারণে তাদের বিশেষ ভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সূত্রের দাবি প্রাণ নাশের আশঙ্কা থেকেই তার নিরাপত্তা জোরদার করেছে লস্কর-ই-তৈবা।

উল্লেখ্য, ২৬/১১ মুম্বই হামলার মূলচক্রী এই সন্ত্রাসবাদী নেতার নামে ভারতের বিরুদ্ধে একাধিক জঙ্গি হামলার ছক কষা ও মদত দেওয়ার অভিযোগ রয়েছে। এতদিন গৃহবন্দী থাকার পরে সম্প্রতি মুক্তি পেয়েছেন তিনি। পাকিস্তানের লাহোরে বসে ক্রমাগত ভারত বিরোধী প্রচার চালিয়ে যাচ্ছে এই সন্ত্রাসবাদী নেতা। একাধিক আন্তর্জাতিক মঞ্চে এই সন্ত্রাসবাদীদের গ্রেফতার করার দাবি জানিয়ে আসছে ভারত। সম্প্রতি গৃহবন্দি দশা থেকে তাকে মুক্তি দেওয়ার প্রসঙ্গে পাকিস্তানের উপর চটে গিয়েছে আমেরিকা। এমনকি রাষ্ট্রসঙ্ঘে আন্তর্জাতিক সন্ত্রাসবাদীদের তালিকায় তার নামও রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *