ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকে বাদ পড়লেন লাসিথ মালিঙ্গা

কলম্বো, ১৬ ডিসেম্বর (হি.স.) : ভারতের বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজ থেকে বাদ দেওয়া হল শ্রীলঙ্কা দলের অন্যতম পেসার লাসিথ মালিঙ্গাকে। ৩৪ বছর বয়সি এই ক্রিকেটার ইতিপূর্বে শ্রীলঙ্কার টি-২০ ব্রিগেডকে নেতৃত্ব দিয়েছিলেন। ভারতে টি-২০ বিশ্বকাপের ঠিক আগেই হাঁটুর চোটে অসুস্থ ছিলেন তিনি। প্রায় একবছর তিনি মাঠের বাইরে ছিলেন। এবছর ফেব্রুয়ারিতে তিনি জাতীয় দলে ফিরে অাসেন।
গত অক্টোবরে শ্রীলঙ্কা যখন আরব আমিরশাহী সফরে গিয়েছিল, তখনই একদিলের দল থেকে বাদ দেওয়া হয়েছিল মালিঙ্গাকে। আর এবার ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজ তাঁকে বাদ দেওয়া হয়েছে। ক্যারিয়ারের অধিকাংশ সময়েই চোটে কাবু ছিলেন এই পেসার। সেকারণে দল থেকে বেশ কয়েকবার তাঁকে বাদ পড়তে হয়। তবে চলতি বছরে তিনি টি-২০ দলে যে প্রত্যাবর্তন করেছিলেন, সেই সূচক কিন্তু বেশ ঊর্ধ্বমুখী ছিল। ছ’চি ম্যাচে তিনি ১২টি উইকেট শিকার করেন। তবে একদিনের ক্রিকেটে ফিরে এসে তিনি নির্বাচকদের মন ভরাতে পারেননি। ১৩টি ম্যাচে মাত্র ১০টি উইকেট শিকার করেন। আগামী ২০ ডিসেম্বর কটকে প্রথম টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হবে। আর শেষ ম্যাচটি মুম্বইয়ে অনুষ্ঠিত হবে।