নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর৷৷ রাজ্যের বিভিন্ন থানা এলাকাগুলিতে দিন দিন বৃদ্ধি পাচ্ছে চুরির ঘটনা৷ রাজ্য পুলিশ চোরের উপদ্রোপ
টিকির নাগালও পাচ্ছেনা৷ যদিও অধিকাংশ ক্ষেত্রেই অভিযোগ থানায় লিপিবদ্ধ হচ্ছে৷ রাজ্যের রাজ্যের আইন শৃঙ্খলা বিশেষ করে চুরি -ডাকাতির ঘনটা প্রতিরোধ কিংবা বন্ধ করার জন্য মোয়াতেন করা থাকে পুলিশ এবং টিএসআর৷ সম্প্রতি স্বরাষ্ট্র দফতরের এক রিপোর্ট থেকে জানা গেছে, ২০১৭ ইংরেজি সালের জানুয়ারি থেকে অক্টোবরর মাস পর্যন্ত রাজ্যের থানাগুলিতে মোট চুরির ঘটনা ঘটেছে ৩৬৮ টি৷ এর মধ্যে আগস্ট মাসে সর্বোচ্চ চুরির ঘটনা ঘটেছে ৫৫টি৷ দেখা গেছে এই সময়ের মধ্যে চুরির ঘটনায় মোট ২৩৪ জনকে পুলিশ গ্রেফথার করেছে এবং ১৬৪ জনকে এখনো গ্রেফতার করতে পারেনি৷ তথ্যে আরও উল্লেখ্য এই সময়ে চুরি যাওয়া সামগ্রীর অর্থ মূল্য ছিল ৩ কোটি ৩৮ লক্ষ ৫৮ হাজার ৯০৭ টাকা৷ সম্প্রিীত রাজ্যে যেভাবে চুরির ঘটনা বাড়ছে তাতে আতঙ্কিত রাজ্যবাসী৷ অভিযোগ গুলির মধ্যে ভারত – বাংলাদেশ সীমান্ত পেরিয়ে রাজ্যে অনুপ্রবেশ করে চুরির অভিযোগও রয়েছে৷
2017-11-30

