শাজাহানপুর, ২৯ নভেম্বর (হি.স.) : ম্যাগি প্রস্তুতকারক সংস্থা নেসলে ইন্ডিয়াকে ৬২ লক্ষ টাকার জরিমানা চেয়ে নোটিস পাঠিয়েছে উত্তরপ্রদেশের
শাজাহানপুরের জেলা প্রশাসক । জেলা প্রশাসকের দাবি, ম্যাগির যে নমুনা পাঠানো হয়েছিল তাতে কোনও ধরনের খাদ্যগুণ ছিল না।
জেলা প্রশাসক জানান, এ রাজ্যে নেসলে সংস্থার সরবরাহকারীদেরকেও ১৭ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং নেসলেকে ৪৫ লক্ষ টাকা জরিমানা করা হয়। মোট ৬২ লক্ষ টাকা জরিমানা দিতে হবে নেসলেকে। যদিও নেসলে ইন্ডিয়া জানিয়েছে তারা এখনও পর্যন্ত কোনও জরিমানার নোটিস উত্তরপ্রদেশ সরকারের থেকে পায়নি।
জানা গিয়েছে, শাজাহানপুরের জেলা প্রশাসক ২০১৫ সালে বিভিন্ন ম্যাগি সরবরাহকারীদের কাছ থেকে ম্যাগির নমুনা সংগ্রহ করেন। রাজ্য সরকারের গবেষণাগারে সেই নমুনা পরীক্ষা করে দেখা যায় তা দূষিত এবং তাতে খাদ্যগুণ একেবারেই নেই বললেই চলে। জেলা প্রশাসক গত দেড় বছর ধরে ওই নমুনা সংগ্রহ করার জন্য নেসলে সংস্থা ও তার সরবরাহকারীদের বললেও, নেসলে সংস্থা তাতে বিশেষ পাত্তা দেয়নি। তাই শাজাহানপুরের জেলা প্রশাসক নেসলেকে জরিমানা নোটিস পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
অন্যদিকে নেসলের পক্ষ থেকে সংস্থার মুখপাত্র জানিয়েছে, একবার অর্ডার নেওয়া হলে তা ফেরত হয় না। জরিমানা নোটিস পাওয়ার পর সংস্থা আদালতের দ্বারস্থ হবে। ২০১৫ সালের জুন মাসে ফুড নিয়ামককারী এফএসএসএআই ম্যাগি নুডলসকে নিষিদ্ধ করে দেয়। ম্যাগির মধ্যে অতিরিক্ত মাত্রায় ক্ষতিকারক পদার্থ বেশি থাকায় তা খাওয়ার অনুপযুক্ত বলে দাবি করে এফএসএসএআই। তবে বম্বে হাইকোর্টের অনুমোদনের পর ওই বছরের নভেম্বরে আবারও ম্যাগি নতুন করে বাজারে আসে। ম্যাগির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।
2017-11-29

