আজ বেলুরে রাষ্ট্রপতি সফরের আগে স্বচ্ছতার কাজ করল মিশনের ছাত্ররা

হাওড়া, ২৯ নভেম্বর (হি.স.) :বুধবার বেলুড় মঠ সফরে আসছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বুধবার রাষ্ট্রপতির বেলুড় মঠ সফর উপলক্ষে প্রশাসনের তরফে নিচ্ছিদ্র নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। তার আগে বিশ্ববিদ্যালয় চত্বর সহ সংলগ্ন এলাকা ও রাস্তাঘাট ঝাডু দিয়ে সাফাই করলেন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের যোগা বিভাগের ছাত্ররা। যদিও কর্তৃপক্ষের দাবি, এর সঙ্গে রাষ্ট্রপতির সফরের কোনও সম্পর্ক নেই। নিয়মিতই এই ধরণের সমাজ সেবামূলক কাজ করা হয়ে থাকে| এদিকে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এদিন রামকৃষ্ণর শিষ্য স্বামী প্রেমানন্দজির জন্মবার্ষিকী ছিল। পাশাপাশি তিনি মঠের ম্যানেজারও ছিলেন। সেই উপলক্ষ্যেই এদিন ছাত্ররা সাফাই অভিযানের পাশাপাশি আশপাশের মানুষদেরও সচ্ছতা সম্পর্কে সচেতন করেন। পড়ুয়াদের স্বচ্ছতা অভিযানে হাজির ছিলেন শিক্ষক ও যোগ প্রশিক্ষকেরা৷