তৈদুতে চার ব্যাঙ্ক কর্মী অপহৃত, মুক্তিপণ দাবী পুলিশের নিষ্ফলা তল্লাসী, রাজ্যে জঙ্গী আতঙ্ক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ নভেম্বর৷৷ এক ব্যাঙ্ক ম্যানেজার সহ অপহৃত হয়েছেন চারজন৷ ঘটনাবহুল ত্রিপুরায় আবার আরও একটি ঘটনায় সমগ্র রাজ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে৷ সংশ্লিষ্ট বিষয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও দেখা দিয়েছে প্রশ্ণচিহ্ণ৷ গতকাল অফিস থেকে বাড়ি ফেরার পথে ম্যানেজারসহ ব্যাঙ্কের চার কর্মী অপহৃত হয়েছেন৷ কিন্তু আজ শনিবার দুপুর পর্যন্ত সংশ্লিষ্ট বিসয়ে পুলিশের কাছে কোনও খবরই ছিল না৷ তবে আজ দুপুরে অপহৃতদের পরিবারে মুক্তিপণের জন্য ফোন আসার পর সংশ্লিষ্ট বিষয়টি পুলিশের গোচরে আসে৷ গতকাল রাত থেকে অপহৃত পরিবারের লোকেরা তাদের ঘরে ফিরে না আসায় অজানা আতঙ্কে ভুগছিলেন৷ পুলিশ জানিয়েছে, তৈদু থেকে আগরতলায় আসার পথে গ্রামীণ ব্যাঙ্কের ম্যানেজার তন্ময় ভট্টাচার্য, ডেপুটি ম্যানেজার রঞ্জিত দেবনাথ, করণিক সুজিত দে এবং চতুর্থ শ্রেণির কর্মচারী সুব্রত দেববর্মাকে অপহরণ করা হয়েছে৷ আজ সকালে সংশ্লিষ্টদের পরিবারে ফোন করে অপহরণকারীরা মুক্তিপণ হিসাবে মোট ১৯ লক্ষ টাকা দাবি করেছে৷ অপহরণকারী জঙ্গি গোষ্ঠীর সদস্য৷ পুলিশের অপর এক সূত্র জানিয়েছে, এ ঘটনার সঙ্গে রঞ্জিত দেববর্মার যোগাযোগ আছে বলে এখনও কোনও তথ্য প্রমাণ পাওয়া যায়নি৷ তবে কোনও একটি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন তাদের অপহরণ করেছে বলে ধারণা করা হচ্ছে৷ পুলিশ অপহৃতদের উদ্ধারে তল্লাশি অভিযান শুরু করেছে৷ অপহৃতদের যাতে বাংলাদেশে নিয়ে যাওয়া না যায় তার জন্য সীমান্ত সুরক্ষা বাহিনীকে সতর্ক করা হয়েছে৷ পুলিশ চিরুণি তল্লাশি চালালেও এখন পর্যন্ত কোনও সাফল্য আসেনি৷ প্রায় এক দশক পর নতুন করে উগ্রবাদীদের হাতে অপহরণের ঘটনা শুরু হওয়ায় রাজ্য জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে৷ এদিকে, পরিবহণ মন্ত্রী মানিক দে সহ প্রশাসনের পদস্থ আধিকারীকরা অপহৃত ব্যাঙ্ক কর্মীদের বাড়িতে গিয়ে ঘটনার বিস্তারিত খোঁজ খবর নিয়েছেন৷ পুলিশের পদস্থ অফিসরারা গোটা তৈদু এলাকায় তল্লাসি অভিযান শুরু করেছে৷ রাতে খবর লেখা পর্যন্ত অপহৃতদের কোন হদিশ পাওয়া যায়নি৷
এদিকে, এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সিপিআইএম রাজ্য কমিটি৷ দলের পক্ষ থেকে প্রচারিত এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে৷ গত রাতে অমরপুর মহকুমার তৈদু ব্যাঙ্কের চারজন কর্মী (একজন দৈনিক হাজিরার কর্মী) তৈদু থেকে তাদের বাড়ী ফেরার পথে একদল দুসৃকতি গাড়ী সহ তাদের অপহরণ করে৷
আজ সারা দিন পুলিশ তাদের উদ্ধারে তল্লাসী অভিযান চালায়৷ এখনও তাদের সন্ধান পাওয়া যায়নি৷ মুক্তিপণ বাবদ অপহৃতদের বাড়ীতে বড় অংকের টাকা দাবী করা হয়েছে বলে জানা গেছে৷
সিপিআই(এম) রাজ্য সম্পাদকমন্ডলী ব্যাঙ্ক কর্মীদের অপহরণের তীব্র নিন্দা জানাচ্ছে৷ রাজ্যের শান্তি-সম্প্রীতি এবং যথাসময়ে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করার লক্ষ্য নিয়ে এই ঘটনা সংগঠিত হয়েছে বলে পার্টির ধারণা৷
এই ব্যাঙ্ক কর্মীরা দিনরাত খেটে উপজাতি অধ্যুষিত এলাকার জনগণের জন্য ব্যাঙ্ক পরিষেবায় সুযোগ সম্প্রসারণে কাজ করতেন বলে স্থানীয় জনগণের অভিমত৷ এ ধরণের ঘটনা প্রত্যন্ত এলাকায় নানা ধরনের পরিষেবার কাজে নিয়োজিত কর্মীদের মধ্যে ভয়ভীতী ও আতঙ্কের পরিবেশ তৈরী করবে, যা উপজাতি জনগণেরই ক্ষতি করবে৷
সিপিআই(এম) রাজ্য সম্পাদকমন্ডলী সব অংশের জনগণের কাছে অপহৃতদের অক্ষতদেহে উদ্ধার ও দোষীদের গ্রেপ্তারের জন্য প্রশাসনকে সব দিক থেকে সাহায্য করার আবেদন জানাচ্ছে৷ সর্বত্র শান্তি-সম্প্রীতির পরিবেশ রক্ষার জন্যও উভয় অংশের জনগণের নিকট পার্টি আবেদন জানাচ্ছে৷ রাজ্য সম্পাদকমন্ডলী রাজ্যের অন্যত্র এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে সতর্ক হতে এবং জনগণকে সক্রিয় নজরদািির বাড়াতে আবেদন জানাচ্ছে৷