ট্যুইট করে দুঃখ প্রকাশ পরেশ রাওয়ালের

নয়াদিল্লি, ২৩ নভেম্বর (হি.স.): ট্যুইটারে কংগ্রেসের যুব শাখার অন লাইন ম্যাগাজিন যুবা দেশ-এ নরেন্দ্র মোদী সম্পর্কে চা ওয়ালা কটাক্ষের বিতর্কের মধ্যেই পরেশ রাওয়ালের পাল্টা ট্যুইট। বিজেপি সাংসদ তথা বলিউড অভিনেতা পরেশ সেই ট্যুইটে মন্তব্য করেন, চা ওয়ালা আপনাদের বার-ওয়ালার চেয়ে ভাল! তবে সেটি রুচিসম্মত নয় বলে তাঁর নিজেরই মনে হওয়ায় গতকাল রাতেই দুঃখ প্রকাশ করে ট্যুইটটি মুছে ফেলেন তিনি। তবে তা সত্ত্বেও মোদী সম্পর্কে আপত্তিকর ট্যুইটের জেরে বিব্রত কংগ্রেস পরেশকে আক্রমণ করতে দেরি করেনি। তারা পরেশের দায়িত্ববোধ সম্পর্কে প্রশ্ন তুলে দাবি করে, মোদী ক্ষমা চেয়ে ব্যবস্থা নিন পরেশের বিরুদ্ধে।