বিজেপি নেতৃত্ব ঘৃণ্য রাজনীতিতে নেমেছে, অভিযোগ সিপিএমের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ নভেম্বর৷৷ সাংবাদিক সুদীপ দত্তভৌমিক হত্যার প্রেক্ষিতে রাজনৈতিক তরজা শুরু হয়েছে৷ সিপিএম বিজেপির বিরুদ্ধে ঘৃণ্য রাজনীতির অভিযোগ তুলেছে৷ সিপিএমের তরফে এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে, আজ দুপুরে ত্রিপুরা ষ্টেট রাইফেলসের দ্বিতীয় ব্যাটেলিয়ানের সদর দপ্তরের সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিককে গুলি করে হত্যার ঘটনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি৷ কি কারণে সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক ব্যাটেলিয়ন সদর দপ্তরে গিয়েছিলেন, কি এমন পরিস্থিতি হয়েছিল যে একজন নিরস্ত্র সাংবাদিককে সেখানে গুলি করে হত্যা করা হলো তার সামগ্রিক দিক দ্রুত ও উপযুক্ত তদন্ত এবং দোষীদের চিহ্ণিত করে বিচারের জন্য সোর্পাদ করার জন্য আমরা রাজ্য সরকারকে অনুরোধ করছি৷
রাজ্য সম্পাদকমন্ডলী সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের মা পুতুল দত্ত ভৌমিক, স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যদের গভীর শোক ও সমবেদনা জানাচেছ৷ পার্টির পক্ষ থেকে রাজ্য কমিটি সদস্য সাংসদ শংকর প্রসাদ দত্ত, উপাধ্যক্ষ পবিত্র কর, তথ্য সংসৃকতি মন্ত্রী ভানুলাল সাহা সাংবাদিক দত্ত ভৌমিকের মা ও স্ত্রীর সাথে দেখা করে গভীর সমবেদনা জানিয়েছেন এবং আশ্বস্ত করেছেন সুদীপ দত্ত ভৌমিকের হত্যাকান্ডে জড়িতদের বিচার ও শাস্তির জন্য পার্টি সব রকম সহায়তা করবে৷
সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের দুঃখজনক ও মর্মান্তিক হত্যাকান্ড নিয়ে বিজেপি নেতৃত্ব যে ঘৃণ্য রাজনীতিতে নেমেছে রাজ্য সম্পাদকমন্ডলী তার তীব্র নিন্দা ও প্রতিবাদ করছে৷ বিজেপি এই ঘটনা নিয়ে ২৩ নভেম্বর যে ১২ ঘন্টার বনধ ডেকেছে তা সম্পূর্ণ অযৌক্তিক৷ কারণ, যে জওয়ানটি গুলি করে সাংবাদিককে হত্যা করেছে তাকে ইতোমধ্যে পুলিশের হেপাজতে নেয়া হয়েছে এবং বিভাগীয় তদন্ত শুরু হয়েছে৷ এখন সমগ্র ত্রিপুরায় সুকলগুলোতে বার্ষিক পরীক্ষা চলছে৷ ভারতের নির্বাচন কমিশনের নির্দেশে ভোটার তালিকা পুনঃ সংশোধনের কাজ চলছে৷ এই অযৌক্তিক বনধ ছাত্র-ছাত্রীদের বার্ষিক পরীক্ষা ও ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া ব্যহত করবে৷ এই অযৌক্তিক বনধ প্রত্যাখ্যান করে সর্বত্র শান্তিপূর্ণ ও স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত রাখতে রাজ্যবাসীর প্রতি আবেদন জানাচ্ছি৷