শ্রীনগর, ২০ নভেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হল এক জঙ্গি| নিহত জঙ্গি কোন সন্ত্রাসবাদী
সংগঠনের তা এখনও পর্যন্ত জানা যায়নি| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, গোপন সূত্রে খবর পাওয়া যায় পুলওয়ামা জেলার ত্রালের গুজারবাস্তি জঙ্গলে লুকিয়ে রয়েছে বেশ কয়েক জন সন্ত্রাসবাদী| গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে গুজারবাস্তি জঙ্গলে তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী| নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান চলাকালীন হঠাত্ই গুলি চালায় জঙ্গিরা| কালবিলম্ব না করে নিরাপত্তা বাহিনী যোগ্য জবাব দিলে খতম হয় এক জঙ্গি| শেষ খবর পাওয়া পর্যন্ত গোটা জঙ্গল ঘিরে তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী|
উর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, গোপন সূত্রে খবর পাওয়া যায় পুলওয়ামা জেলার ত্রালের গুজারবাস্তি জঙ্গলে লুকিয়ে রয়েছে বেশ কয়েক জন আতঙ্কবাদী| গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সোমবার গুজারবাস্তি জঙ্গলে তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী| নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান চলাকালীন হঠাত্ই গুলি চালায় জঙ্গিরা| কালবিলম্ব না করে নিরাপত্তা বাহিনী যোগ্য জবাব দিলে খতম হয় এক জঙ্গি| নিহত জঙ্গি কোন সন্ত্রাসবাদী সংগঠনের তা এখনও পর্যন্ত জানা যায়নি| গোটা জঙ্গল ঘিরে তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী|
2017-11-20

