নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ নভেম্বর৷৷ বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে রণকৌশল ঠিক করছে প্রদেশ কংগ্রেস৷ রাজ্যের সাংগঠনিক শক্তিকে মজবুত করতে ৬০টি বিধানসভা কেন্দ্রকে ৩টি ভাগ করেছে এআইসিসি৷ বিধানসভা নির্বাচনের রণনীতি রূপায়ন, কর্মীদের উজ্জীবিত করা সহ যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখবেন সর্বভারতীয় কংগ্রেস সাধারণ সম্পাদক তথা ত্রিপুরার পর্যবেক্ষক ভূপেন কুমার বোড়া৷ বুধবার সম্পূর্ণ নতুন তালিকা পিসিসি’কে প্রেরণ করেছেন সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক সি পি যোশী৷ পশ্চিম ত্রিপুরায় ২০টি, দক্ষিণ ত্রিপুরায় ২০ এবং উত্তর ত্রিপুরা ২০টি বিধানসভা কেন্দ্রে বিভক্ত করা হয়েছে৷ পশ্চিম ত্রিপুরায় ২০টি বিধানসভা কেন্দ্র পর্যবেক্ষণ করেন মণিপুরের বিধায়ক রাজকুমার ইমো সিং৷ দক্ষিণ ত্রিপুরার বিধানসভা কেন্দ্রগুলি পর্যবেক্ষণ করবেন অরুণাচলের প্রাক্তন মন্ত্রী বসিরাম সিরম এবং উত্তর ত্রিপুরায় পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে তৎকালীন কংগ্রেস শাসিত আসামের প্রাক্তন মন্ত্রী নুরজমান সরকারকে৷ জানা গিয়েছে বামফ্রন্ট বিতারণ এবং বিজেপি রুখতে তিনটি জেলাকে ৬০টি আসনে বিভক্ত করায় পরিস্থিতির সরজমিনে খতিয়ে দেখে ২০ শে ডিসেম্বরের মধ্যে রিপোর্ট পেশ করতে হবে এআইসিসির কাছে৷ এই রিপোর্ট পেয়ে সর্বভারতীয় কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীর নির্বাচনী প্রচারে আসার দিনক্ষণ ঘোষণা করা হবে জানা গিয়েছে প্রদেশ কংগ্রেস সূত্রে৷
2017-11-16

