নয়াদিল্লি, ৪ নভেম্বর(হিঃস)৷৷ বিশ্বব্যাঙ্কের সহজে ব্যবসা করা সংক্রান্ত র্যাঙ্কিং নিয়ে বিরোধীদের কটাক্ষের পাল্টা জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র

মোদী৷ নাম না করে কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেন, যাঁরা একসময় বিশ্বব্যাঙ্কের সঙ্গে যুক্ত ছিলেন, তাঁরাই এখন ভারতের র্যাঙ্কিং নিয়ে সন্দেহ প্রকাশ করছেন৷ তাঁরা বিশ্বব্যাঙ্কের ক্রমতালিকায় ভারতের উন্নতির তাৎপর্য বুঝতে ব্যর্থ৷ এই কৃতিত্বের সমালোচনা করার বদলে সব দলের একযোগে নতুন ভারত গঠনে সাহায্য করা উচিত৷ শনিবার নয়াদিল্লিতে বিজনেস রিফর্ম ইভেন্টে এ কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজনেস রিফর্ম ইভেন্টে গুডস অ্যান্ড সার্ভিসের ট্যাক্স (জিএসটি) চালুর ব্যাপারে সওয়াল করে বলেন, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স চালু করে আমরা আধুনিক কর ব্যবস্থার আমলের প্রণয়ন করেছি৷ সহজে ব্যবসা করতে পারলে জীবনও সহজ হয়৷ এ ব্যাপারে আমাদের কঠোর প্ররিশ্রমকে স্বীকৃতি দিয়েছে বিশ্বব্যাঙ্ক৷ তাছাড়া, ভারত বর্তমানে এমন এক অবস্থায় আছে, যেখান থেকে পরবর্তী উন্নয়ন অনেকটাই সহজসাধ্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী৷ তিনি বলেছেন, দেশের সামনে কর্মসংস্থান এখন এক বড় চ্যালেঞ্জ৷ এদিন বিজনেস রিফর্ম ইভেন্টে নানা বিষয় নিয়েই কথা বলেছেন প্রধানমন্ত্রী৷ প্রধানমন্ত্রী বলেছেন, দেশের মানুষের মঙ্গলের জন্যে কাজ করে চলাই তাঁর জীবনের একমাত্র উদ্দেশ্য৷ এদিনের বিজনেস রিফর্ম ইভেন্টের আয়োজন করা হয় নয়াদিল্লির প্রবাসী ভারতীয় কেন্দ্রে৷ উপস্থিত ছিলেন বিশ্বব্যাঙ্কের সিইও ক্রিশ্ঢালিনা জর্জজিয়েভা, কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী সুরেশ প্রভু প্রমুখরা৷ বিশ্বব্যাঙ্কের সিইও বলেন, সংস্কারের ফল ভারতে দারুণ ফলপ্রদ হয়েছে৷ প্রধানমন্ত্রী এদিন বলেছেন, আমি একন একজন প্রধানমন্ত্রী যিনি বিশ্বব্যাঙ্কের ভবনও কখনও চোখে দেখিনি৷ শনিবার দিল্লিতে প্রবাসী ভারতীয় কেন্দ্রে ভারতের বাণিজ্যের সংস্কারের বিষয়ে বক্তব্য পেশ করতে গিয়ে কংগ্রেসকে নিশানা করে প্রধানমন্ত্রী বলেন, কিছু লোকজন আছেন, যাঁরা ১৪২ থেকে ১০০ -য় উন্নতির বিষয়টি বুঝতে পারছেন না৷ তাঁরাই বিশ্বব্যাঙ্কের সঙ্গে যুক্ত ছিলেন৷ এখনও তাঁরা র্যাঙ্কিং নিয়ে প্রশ্ণ তুলছেন৷ তাঁরা কিছুই করেননি, আর এখন যাঁরা কাজ করছেন, সেটা নিয়ে প্রশ্ণ তুলছেন৷ কাকতালীয়ভাবে ২০০৪ থেকেই সহজে ব্যবসা সংক্রান্ত র্যাঙ্কিং চালু করেছে বিশ্বব্যাঙ্ক৷ সেই বছরটা খুব গুরুত্বপূর্ণ৷ সবাই জানে ২০১৪ পর্যন্ত কারা ক্ষমতায় ছিল৷ বিশ্বব্যাঙ্কের র্যাঙ্কিংকে কটাক্ষ করেছেন কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী৷ তিনি জিএসটি ও নোট বাতিল নিয়ে মোদী সরকারকে আক্রমণ করেছেন৷ এদিন তারই জবাব দিলেন প্রধানমন্ত্রী৷ এদিন নয়াদিল্লিতে বিজনেস রিফর্ম ইভেন্টে এ কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজনেস রিফর্ম ইভেন্টে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স(জিএসটি) চালুর ব্যাপারে সওয়াল করে বলেন, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স চালু করে আমরা আধুনিক কর ব্যবস্থার আমলের প্রণয়ন করেছি৷ সহজে ব্যবসা করতে পারলে জীবনও সহজ হয়৷ এ ব্যাপারে আমাদের কঠোর পরিশ্রমকে স্বীকৃতি দিয়েছে বিশ্বব্যাঙ্ক৷ তাছাড়া, ভারত বর্তমানে এমন এক অবস্থায় আছে, যেখানে থেকে পরবর্তী উন্নয়ন অনেকটাই সহজসাধ্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী৷ তিনি বলেছেন, দেশের সামনে কর্মসংস্থান এখন এক বড় চ্যালেঞ্জ৷ এদিন বিজনেস রিফর্ম ইভেন্টে নানা বিষয় নিয়েই কথা বলেছেন প্রধানমন্ত্রী৷ প্রধানমন্ত্রী বলেছেন, দেশের মানুষের মঙ্গলের জন্যে কাজ করে চলাই তাঁর জীবনের একমাত্র উদ্দেশ্য৷ এদিনের বিজনেস রিফর্ম ইভেন্টের আয়োজন করা হয় নয়াদিল্লির প্রবাসী ভারতীয় কেন্দ্রে৷ উপস্থিত ছিলেন বিশ্বব্যাঙ্কের সিইও ক্রিশ্ঢালিনা জর্জজিয়েভা, কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী সুরেশ প্রভু প্রমুখরা৷ বিশ্বব্যাঙ্কের সিইও বলেন, সংস্কারের ফল ভারতে দারুণ ফলপ্রদ হয়েছে৷ প্রধানমন্ত্রী এদিন বলেছেন, আমি এমন একজন প্রধানমন্ত্রী যিনি বিশ্বব্যাঙ্কের ভবনও কখনও চোথে দেখিনি৷

