নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ নভেম্বর ৷৷ ব্রহ্মপুত্র নদের জল সম্পর্কে এখনও সুস্পষ্ট কোনও তথ্য-প্রমাণ পাওয়া না গেলেও এ ব্যাপারে কোনও ধরনের অনৈতিক অবস্থান নেওয়ার সুযোগ চিনকে দেওয়া হবে না, সাফ জানিয়েছেন অসমের অর্থ-শিক্ষা- স্বাস্থ্য-পরিকল্পনা- পর্যটন দফতরের মন্ত্রী ডহিমন্তবিশ্ব শর্মা৷
আজ বৃহস্পতিবার অসমের মন্ত্রী ডহিমন্তবিশ্ব শর্মা সাংবাদিকদের এক প্রশ্ণের উত্তরে সাফ জানিয়েছেন, ব্রহ্মপুত্র নদে বারংবার মাত্রাতিরিক্ত জল চলে আসা এবং অববাহিকা এলাকাগুলো প্লাবিত হওয়ার পর চিনের কারসাজি নিয়ে সন্দেহের সৃষ্টি হচ্ছে৷ সুরক্ষা বিশেষজ্ঞরাও চিনের ওয়াটার বম ক্যান্ডের পরিকল্পনা নিয়ে বিভিন্ন অভিমত ব্যক্ত করেছেন৷ অবিরাম জলের ধারায় বাংলাদেশও প্রভাবিত হচ্ছে৷ কিন্তু এ সব ব্যাপারে পড়শি দেশটির কোনও কারসাজি রয়েছে তা এখনও প্রমাণিত হয়নি৷ চিন যাবতীয় অবিযোগ খণ্ডনও করেছে৷ কিন্তু ডোকলাম বিবাদের পর থেকে চিন ব্রহ্মপুত্র নদের জল নিয়ে ভারতকে দ্বিপাক্ষিক চুক্তি মোতাবেক কোনও তথ্যও দিচ্ছে না৷ এতেই এমন সন্দেহের সৃষ্টি হচ্ছে৷ এখন প্রয়োজন স্যাটেলাইটের সাহায্যে যাবতীয় তথ্য সংগ্রহ করা৷ কোনও অনিয়ম পাওয়া গেলে তা আন্তর্জাতিক মঞ্চে নিয়ে যাওয়া হবে ভারত সরকার ইতিমধ্যেই অসমকে নাকি জানিয়েছে বলে সাংবাদিকদের জানান অসমের মন্ত্রী৷
2017-11-03

